০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নাট্য উৎসব স্থগিত নিয়ে ফারুকীর উল্টো অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৫:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫
  • / 34

নাট্য উৎসব স্থগিত নিয়ে ফারুকীর উল্টো অভিযোগ

ঢাকা মহানগর নাট্য উৎসব হঠাৎ করেই স্থগিত করা নিয়ে মুখ খুলেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উল্টো অভিযোগ করে তিনি বলেছেন, নাট্যকর্মীদের মধ্যেই একটি অংশ এই উৎসব বন্ধের জন্য আহ্বান জানিয়েছিল। তিনি বলেন, “উৎসব বন্ধের খবর শোনার পর আমরা খোঁজ নেওয়া শুরু করি। কারণ সরকার তো সারা দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে উৎসাহ দিচ্ছে। শিল্পকলায় নিয়মিত নাট্যপ্রদর্শনী হচ্ছে, তাহলে এখানে কেন পুলিশ উৎসব বন্ধ করতে বলবে?”

রোববার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ফারুকী জানান, পুলিশ সরাসরি কোনো নিষেধাজ্ঞা দেয়নি এবং রাতেই তারা বিবৃতি দিয়ে এ বিষয়টি স্পষ্ট করেছে। বরং উৎসব বাতিলের পেছনে ছিল নাট্যকর্মীদের একটি অংশ, যারা মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে হল বরাদ্দ বাতিলের জন্য চাপ প্রয়োগ করেছিল। তাদের দাবি ছিল, জুলাই আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকা রাখা কিছু ব্যক্তি বা গোষ্ঠী এই আয়োজনের আড়ালে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।

অবশেষে মহিলা সমিতি হল বরাদ্দ বাতিল করে, তবে আয়োজকদের বিবৃতিতে বিষয়টি স্পষ্ট না করে বরং প্রথমে পুলিশের ওপর দায় চাপানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ তোলেন ফারুকী। তিনি প্রশ্ন তোলেন, “বিক্ষুব্ধ নাট্যকর্মীদের দাবি সম্পর্কে আয়োজকরা জানতেন, কিন্তু সেটি বিবৃতিতে উল্লেখ না করে ‘মবের হুমকি’ বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্য কী?” পাশাপাশি তিনি আরও প্রশ্ন রাখেন, “জুলাইয়ের ঘটনার জন্য সংশ্লিষ্টরা জাতির কাছে একবারও ক্ষমা চাওয়ার প্রয়োজন অনুভব করেছেন কি?”

বসন্ত উৎসব বাতিলের পর স্থগিত ঢাকা মহানগর নাট্যোৎসব
বসন্ত উৎসব বাতিলের পর স্থগিত ঢাকা মহানগর নাট্যোৎসব

এদিকে, ঢাকা মহানগর নাট্য উৎসব হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। আয়োজকদের দাবি, একদল ব্যক্তির হুমকির মুখে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠাণ্ডু রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সবার নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত করতে বাধ্য হয়েছি।”

এই সিদ্ধান্তের পর থেকেই সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে সাম্প্রতিক সময়ের সাংস্কৃতিক অস্থিরতার আরেকটি নজির হিসেবে উল্লেখ করেছেন। নাট্য উৎসব বাতিল নিয়ে মতপ্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় মহিলা সমিতি মিলনায়তনে ঢাকা মহানগর নাট্য উৎসবের উদ্বোধন এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ হওয়ার কথা ছিল। ৮৫টি নাট্যদল তিনটি পর্যায়ে নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করেছিল। তবে হঠাৎ করেই আয়োজকরা উৎসব স্থগিতের ঘোষণা দেন, যা নাট্য ও সংস্কৃতি অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন

নাট্য উৎসব স্থগিত নিয়ে ফারুকীর উল্টো অভিযোগ

সময় ০৫:৩৯:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা মহানগর নাট্য উৎসব হঠাৎ করেই স্থগিত করা নিয়ে মুখ খুলেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। উল্টো অভিযোগ করে তিনি বলেছেন, নাট্যকর্মীদের মধ্যেই একটি অংশ এই উৎসব বন্ধের জন্য আহ্বান জানিয়েছিল। তিনি বলেন, “উৎসব বন্ধের খবর শোনার পর আমরা খোঁজ নেওয়া শুরু করি। কারণ সরকার তো সারা দেশে সাংস্কৃতিক কর্মকাণ্ড ছড়িয়ে দিতে উৎসাহ দিচ্ছে। শিল্পকলায় নিয়মিত নাট্যপ্রদর্শনী হচ্ছে, তাহলে এখানে কেন পুলিশ উৎসব বন্ধ করতে বলবে?”

রোববার (১৬ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ফারুকী জানান, পুলিশ সরাসরি কোনো নিষেধাজ্ঞা দেয়নি এবং রাতেই তারা বিবৃতি দিয়ে এ বিষয়টি স্পষ্ট করেছে। বরং উৎসব বাতিলের পেছনে ছিল নাট্যকর্মীদের একটি অংশ, যারা মহিলা সমিতি কর্তৃপক্ষের কাছে হল বরাদ্দ বাতিলের জন্য চাপ প্রয়োগ করেছিল। তাদের দাবি ছিল, জুলাই আন্দোলনের সময় বিতর্কিত ভূমিকা রাখা কিছু ব্যক্তি বা গোষ্ঠী এই আয়োজনের আড়ালে সংগঠিত হওয়ার চেষ্টা করছে।

অবশেষে মহিলা সমিতি হল বরাদ্দ বাতিল করে, তবে আয়োজকদের বিবৃতিতে বিষয়টি স্পষ্ট না করে বরং প্রথমে পুলিশের ওপর দায় চাপানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ তোলেন ফারুকী। তিনি প্রশ্ন তোলেন, “বিক্ষুব্ধ নাট্যকর্মীদের দাবি সম্পর্কে আয়োজকরা জানতেন, কিন্তু সেটি বিবৃতিতে উল্লেখ না করে ‘মবের হুমকি’ বলে চালিয়ে দেওয়ার উদ্দেশ্য কী?” পাশাপাশি তিনি আরও প্রশ্ন রাখেন, “জুলাইয়ের ঘটনার জন্য সংশ্লিষ্টরা জাতির কাছে একবারও ক্ষমা চাওয়ার প্রয়োজন অনুভব করেছেন কি?”

বসন্ত উৎসব বাতিলের পর স্থগিত ঢাকা মহানগর নাট্যোৎসব
বসন্ত উৎসব বাতিলের পর স্থগিত ঢাকা মহানগর নাট্যোৎসব

এদিকে, ঢাকা মহানগর নাট্য উৎসব হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। আয়োজকদের দাবি, একদল ব্যক্তির হুমকির মুখে তারা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

ঢাকা মহানগর নাট্য পর্ষদের আহ্বায়ক ঠাণ্ডু রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, “অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং সবার নিরাপত্তার কথা বিবেচনা করে প্রাণের নাট্যোৎসব আপাতত স্থগিত করতে বাধ্য হয়েছি।”

এই সিদ্ধান্তের পর থেকেই সাংস্কৃতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই এটিকে সাম্প্রতিক সময়ের সাংস্কৃতিক অস্থিরতার আরেকটি নজির হিসেবে উল্লেখ করেছেন। নাট্য উৎসব বাতিল নিয়ে মতপ্রকাশ করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

প্রসঙ্গত, ১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টায় মহিলা সমিতি মিলনায়তনে ঢাকা মহানগর নাট্য উৎসবের উদ্বোধন এবং সন্ধ্যায় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ মঞ্চস্থ হওয়ার কথা ছিল। ৮৫টি নাট্যদল তিনটি পর্যায়ে নাটক মঞ্চস্থ করার পরিকল্পনা করেছিল। তবে হঠাৎ করেই আয়োজকরা উৎসব স্থগিতের ঘোষণা দেন, যা নাট্য ও সংস্কৃতি অঙ্গনে তুমুল আলোচনার জন্ম দিয়েছে।