নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন
- সময় ১২:৫৩:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫
- / 53
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় স্থলমাইন বিস্ফোরণে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুতর আহত ওই ব্যক্তির নাম আলী হোসেন (৩৫)। তিনি উপজেলার আছারতলী ৮ নং ওয়ার্ডের হোসেনের ছেলে।
আজ শুক্রবার ভোরে উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ভোরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে অনুপ্রবেশ করে গরু আনতে গিয়েছিল আলী হোসেন। সেখানে আরাকান আর্মি পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তার পা বিছিন্ন হয়ে গেলে ঘটনাস্থলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহত ব্যক্তিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামশুল আলম জানান, ওপার থেকে গরু আনতে গিয়ে মাইন বিষ্ফোরণে আহত হয়েছে। খবর পেয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাইন বিস্ফোরণের ঘটনায় সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ৮ নভেম্বর বান্দরবানের নাইক্ষ্যংছড়ির মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা কৃষিশ্রমিক আহত হয়েছেন।
তখন নাইক্ষ্যংছড়ির সীমান্ত পিলার ৩৪ ও ৩৫–এর মাঝামাঝি ভাজাবনিয়া এলাকায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited