১২:০২ পূর্বাহ্ন, শনিবার, ০১ মার্চ ২০২৫, ১৬ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

নতুন দল এনসিপির সঙ্গে জামায়াতের জোট গঠনের ইঙ্গিত

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৮:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
  • / 40

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সঙ্গে জোট গঠনের প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ইঙ্গিত দিয়েছেন।

নতুন রাজনৈতিক দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক বিশাল আয়োজনের অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরওয়ার বলেন, আলাপ-আলোচনার পথ সবসময়ই খোলা থাকে, এবং নতুন দলের ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে।

এদিন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। দলে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিরুদ্দীন পাটওয়ারী।

অনুষ্ঠানে জামায়াত ছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহসভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও বাংলাদেশ খেলাফত মসলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

নতুন দল এনসিপির সঙ্গে জামায়াতের জোট গঠনের ইঙ্গিত

সময় ০৮:৫০:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

দেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির সঙ্গে জোট গঠনের প্রসঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ইঙ্গিত দিয়েছেন।

নতুন রাজনৈতিক দলটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক বিশাল আয়োজনের অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পরওয়ার বলেন, আলাপ-আলোচনার পথ সবসময়ই খোলা থাকে, এবং নতুন দলের ক্ষেত্রেও সেই সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতোমধ্যে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের এই নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়েছে।

এদিন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নাহিদ ইসলামকে আহ্বায়ক ও আখতার হোসেনকে সদস্যসচিব করে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। দলে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পেয়েছেন নাসিরুদ্দীন পাটওয়ারী।

অনুষ্ঠানে জামায়াত ছাড়াও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহসভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও বাংলাদেশ খেলাফত মসলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের প্রমুখ উপস্থিত ছিলেন।