ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নতুন ইতিহাস গড়ে আলু ভারত থেকে বাংলাদেশে এসেছে

নিজস্ব প্রতিবেদক, হিলি (দিনাজপুর)
  • সময় ১১:০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
  • / 24

ভারতীয় আলু

গতকাল মঙ্গলবার বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য বাংলাদেশে সরবরাহ করবে না বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে।

আলু পেঁয়াজ রপ্তারিন বন্ধ করলেও ঠিক এর একদিন আগে সোমবার ইতিহাস গড়েছে ভারত। হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবার মিষ্টি আলু রপ্তানি করেছে ভারত। দেশের বাজারে ভালো চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে মিষ্টিআলু আমদানি করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভারত থেকে মিষ্টিআলুবাহী ট্রাকটি দেশে প্রবেশ করে। একটি ট্রাকে ২৫ টন ৭৫০ কেজি মিষ্টিআলু আমদানি করা হয়েছে।

বগুড়ার এনি এন্টারপ্রাইজ এই মিষ্টিআলু আমদানি করেছে। ভারতের কলকাতার এশিয়ান এন্টারপ্রাইজ নামের রফতানিকারক প্রতিষ্ঠান এসব রফতানি করেছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধকেন্দ্রের উপসহকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এর আগে হিলি স্থলবন্দর দিয়ে কখনোই মিষ্টিআলু আমদানি হয়নি। ওইদিন (সোমবার ২৫ নভেম্বর) প্রথম হিলি স্থলবন্দর দিয়ে মিষ্টিআলু আমদানি করা হয়েছে। একটি ট্রাকে ২৫ টন ৭৫০ কেজি মিষ্টিআলু আমদানি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই আমদানিকারকের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আমরা বন্দরে অবস্থিত ট্রাক থেকে নমুনা সংগ্রহ করেছি তা পরীক্ষানিরীক্ষা করে সনদপত্র প্রদান করবো। এরপর কাস্টমস কর্তৃপক্ষ তাদের পরীক্ষণ শুল্কায়ন ও আরোপিত শুল্ক পরিশোধসাপেক্ষে ছাড়করণ দেবেন। এরপরই আমদানিকারকরা বন্দর থেকে মিষ্টিআলুগুলো খালাস নিতে পারবেন।’

পেঁয়াজ আলু
পেঁয়াজ আলু

এদিকে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি, তবে আগের বুকিং করা দুই ট্রাক আলু আমদানি হয়েছে।

প্রতি কেজি আলু ৭০ টাকা দরে বিক্রি হয়েছে বন্দরে। এক দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম, তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম।

এদিকে, দুইদিন পেরিয়ে গেলেও স্লট বুকিং সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এদিকে এলসি খুলেও আলু ও পেঁয়াজ আমদানি করতে না পারায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। হিলি বন্দর আমদানিকারকরা জানান, ভারতের সৃষ্ট জটিলতা নিরসনে মঙ্গলবার কলকাতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে রপ্তানিকারকদের ব্যবসায়ীদের বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে ফলপ্রসু সিদ্ধান্ত আসতে পারে।

শেয়ার করুন

নতুন ইতিহাস গড়ে আলু ভারত থেকে বাংলাদেশে এসেছে

সময় ১১:০৭:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪

গতকাল মঙ্গলবার বাংলাদেশে আলু-পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছিল ভারত সরকার। তাদের উৎপাদিত আলু ও পেঁয়াজ অন্য বাংলাদেশে সরবরাহ করবে না বলে জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। এতে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় আলু ও পেঁয়াজ আমদানি বন্ধ হয়ে গেছে।

আলু পেঁয়াজ রপ্তারিন বন্ধ করলেও ঠিক এর একদিন আগে সোমবার ইতিহাস গড়েছে ভারত। হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবার মিষ্টি আলু রপ্তানি করেছে ভারত। দেশের বাজারে ভালো চাহিদা থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে মিষ্টিআলু আমদানি করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ভারত থেকে মিষ্টিআলুবাহী ট্রাকটি দেশে প্রবেশ করে। একটি ট্রাকে ২৫ টন ৭৫০ কেজি মিষ্টিআলু আমদানি করা হয়েছে।

বগুড়ার এনি এন্টারপ্রাইজ এই মিষ্টিআলু আমদানি করেছে। ভারতের কলকাতার এশিয়ান এন্টারপ্রাইজ নামের রফতানিকারক প্রতিষ্ঠান এসব রফতানি করেছে।

হিলি স্থলবন্দর উদ্ভিদ সঙ্গনিরোধকেন্দ্রের উপসহকারী কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘এর আগে হিলি স্থলবন্দর দিয়ে কখনোই মিষ্টিআলু আমদানি হয়নি। ওইদিন (সোমবার ২৫ নভেম্বর) প্রথম হিলি স্থলবন্দর দিয়ে মিষ্টিআলু আমদানি করা হয়েছে। একটি ট্রাকে ২৫ টন ৭৫০ কেজি মিষ্টিআলু আমদানি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই আমদানিকারকের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আমরা বন্দরে অবস্থিত ট্রাক থেকে নমুনা সংগ্রহ করেছি তা পরীক্ষানিরীক্ষা করে সনদপত্র প্রদান করবো। এরপর কাস্টমস কর্তৃপক্ষ তাদের পরীক্ষণ শুল্কায়ন ও আরোপিত শুল্ক পরিশোধসাপেক্ষে ছাড়করণ দেবেন। এরপরই আমদানিকারকরা বন্দর থেকে মিষ্টিআলুগুলো খালাস নিতে পারবেন।’

পেঁয়াজ আলু
পেঁয়াজ আলু

এদিকে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল থেকে হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হয়নি, তবে আগের বুকিং করা দুই ট্রাক আলু আমদানি হয়েছে।

প্রতি কেজি আলু ৭০ টাকা দরে বিক্রি হয়েছে বন্দরে। এক দিনের ব্যবধানে কেজিতে ১০ টাকা বেড়েছে আলুর দাম, তবে স্বাভাবিক রয়েছে পেঁয়াজের দাম।

এদিকে, দুইদিন পেরিয়ে গেলেও স্লট বুকিং সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। এদিকে এলসি খুলেও আলু ও পেঁয়াজ আমদানি করতে না পারায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তারা। হিলি বন্দর আমদানিকারকরা জানান, ভারতের সৃষ্ট জটিলতা নিরসনে মঙ্গলবার কলকাতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে রপ্তানিকারকদের ব্যবসায়ীদের বৈঠকের কথা রয়েছে। ওই বৈঠকে ফলপ্রসু সিদ্ধান্ত আসতে পারে।