০২:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবিতে রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সময় ০২:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 32

রাবিতে বিক্ষোভ

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অবস্থান নেন এবং পরে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা স্লোগান দিয়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, কুমিল্লার তনু থেকে শুরু করে সর্বশেষ আছিয়া পর্যন্ত—কোনো ধর্ষণের ঘটনায় সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেনি। তারা বলেন, “আপনারা যদি ধর্ষকদের বিচার করতে না পারেন, তাহলে তাদের জনগণের হাতে ছেড়ে দিন, জনগণ তাদের বিচার করবে।”

বেলা ১২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা আজকের মতো কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন এবং মহাসড়ক ছেড়ে ক্লাসে ফিরে যান। তবে আন্দোলনকারী প্রতিনিধি সালাউদ্দিন আম্মার বলেন, “যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আছিয়া, তনু, খাদিজাসহ সব ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও জানান, দাবি আদায় না হলে আগামীকাল থেকে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। একই দাবিতে সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা জোহা চত্বরে অবস্থান নিয়ে প্রধান গেটে বিক্ষোভ শেষে আবার মহাসড়ক অবরোধ করবেন।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, “যদি নারীদের নিরাপত্তা দিতে না পারেন, তবে দেশ পরিচালনার অধিকার হারিয়েছেন।”

এক নারী শিক্ষার্থী বলেন, “আমরা ক্যাম্পাসেও নিরাপদ নই, তাহলে বাইরের পরিবেশে কীভাবে নিরাপদ থাকব?”

শিক্ষার্থীরা দ্রুততম সময়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানিয়ে রাতে ক্যাম্পাসেও বিক্ষোভ করেন।

শেয়ার করুন

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবিতে রাবিতে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা

সময় ০২:৩৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন। রোববার দুপুরে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ শেষে আন্দোলনকারী শিক্ষার্থীরা এই ঘোষণা দেন।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অবস্থান নেন এবং পরে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা স্লোগান দিয়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শিক্ষার্থীদের অভিযোগ, কুমিল্লার তনু থেকে শুরু করে সর্বশেষ আছিয়া পর্যন্ত—কোনো ধর্ষণের ঘটনায় সরকার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে পারেনি। তারা বলেন, “আপনারা যদি ধর্ষকদের বিচার করতে না পারেন, তাহলে তাদের জনগণের হাতে ছেড়ে দিন, জনগণ তাদের বিচার করবে।”

বেলা ১২টা ৪০ মিনিটে শিক্ষার্থীরা আজকের মতো কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন এবং মহাসড়ক ছেড়ে ক্লাসে ফিরে যান। তবে আন্দোলনকারী প্রতিনিধি সালাউদ্দিন আম্মার বলেন, “যত দ্রুত সম্ভব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে আছিয়া, তনু, খাদিজাসহ সব ধর্ষণের বিচার দ্রুত সম্পন্ন করতে হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।”

তিনি আরও জানান, দাবি আদায় না হলে আগামীকাল থেকে সব বিভাগের ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। একই দাবিতে সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীরা জোহা চত্বরে অবস্থান নিয়ে প্রধান গেটে বিক্ষোভ শেষে আবার মহাসড়ক অবরোধ করবেন।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা সরকারের ব্যর্থতার সমালোচনা করে বলেন, “যদি নারীদের নিরাপত্তা দিতে না পারেন, তবে দেশ পরিচালনার অধিকার হারিয়েছেন।”

এক নারী শিক্ষার্থী বলেন, “আমরা ক্যাম্পাসেও নিরাপদ নই, তাহলে বাইরের পরিবেশে কীভাবে নিরাপদ থাকব?”

শিক্ষার্থীরা দ্রুততম সময়ে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানিয়ে রাতে ক্যাম্পাসেও বিক্ষোভ করেন।