০২:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণবিরোধী মঞ্চের ঘোষণা, বিশেষ ট্রাইবুনালে বিচার দাবি

নিজস্ব প্রতিবেদক
  • সময় ১০:১৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
  • / 49

ধর্ষণবিরোধী মঞ্চের ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মধ্যরাতে নারী শিক্ষার্থীরা ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন। তারা দুই দফা দাবি উত্থাপন করেছেন— বিগত সময়ের সব ধর্ষণের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইবুনাল গঠন এবং মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসি কার্যকর। এই দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা নিয়মিত কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

শনিবার রাত ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী রাফিয়া রেহনুমা হৃদি এ ঘোষণা দেন। তারা আরও জানান, সারাদেশে ধর্ষণের বিচারের দাবিতে রোববার সন্ধ্যা ৭টায় মশাল মিছিলের আয়োজন করা হবে।

রাফিয়া রেহনুমা হৃদি বলেন, “আজকের কর্মসূচি থেকে ধর্ষণবিরোধী মঞ্চের ঘোষণা দেওয়া হলো। যতক্ষণ না মাগুরার ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”

এর আগে, সারাদেশে ধর্ষণের বিচারের দাবিতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জড়ো হন। মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নারী হল থেকে ছাত্রীরা মিছিল বের করেন। কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা প্রথমে মিছিল শুরু করলে, পরে অন্যান্য হলের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং এ সময় পুরুষ শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যুক্ত হন।

রাত ১টার দিকে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধর্ষণের ঘটনার বিচারের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান।

শেয়ার করুন

ধর্ষণবিরোধী মঞ্চের ঘোষণা, বিশেষ ট্রাইবুনালে বিচার দাবি

সময় ১০:১৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে মধ্যরাতে নারী শিক্ষার্থীরা ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ নামে একটি প্ল্যাটফর্মের ঘোষণা দিয়েছেন। তারা দুই দফা দাবি উত্থাপন করেছেন— বিগত সময়ের সব ধর্ষণের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইবুনাল গঠন এবং মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দোষীদের ফাঁসি কার্যকর। এই দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত তারা নিয়মিত কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

শনিবার রাত ২টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা ও সমাজবিজ্ঞান বিভাগের ছাত্রী রাফিয়া রেহনুমা হৃদি এ ঘোষণা দেন। তারা আরও জানান, সারাদেশে ধর্ষণের বিচারের দাবিতে রোববার সন্ধ্যা ৭টায় মশাল মিছিলের আয়োজন করা হবে।

রাফিয়া রেহনুমা হৃদি বলেন, “আজকের কর্মসূচি থেকে ধর্ষণবিরোধী মঞ্চের ঘোষণা দেওয়া হলো। যতক্ষণ না মাগুরার ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।”

এর আগে, সারাদেশে ধর্ষণের বিচারের দাবিতে শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জড়ো হন। মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নারী হল থেকে ছাত্রীরা মিছিল বের করেন। কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা প্রথমে মিছিল শুরু করলে, পরে অন্যান্য হলের শিক্ষার্থীরাও এতে যোগ দেন। তারা ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং এ সময় পুরুষ শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যুক্ত হন।

রাত ১টার দিকে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা ধর্ষণের ঘটনার বিচারের পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিও জানান।