দেশে ফিরছেন খালেদা জিয়া

- সময় ১১:৫৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৫
- / 58
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তার পক্ষে এ তথ্য জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এমএ মালেক।
লন্ডনে চিকিৎসাধীন বেগম জিয়ার দেশে ফেরার বিষয়টি যুক্তরাজ্যের সাংবাদিকদের এমএ মালেক বলেন, আমরা যুক্তরাজ্য বিএনপির টিম খালেদা জিয়ার পাশে আছি। আলহামদুলিল্লাহ উনি মেন্টালি খুব রিলাক্স রয়েছেন। আমরা উনাকে অনুরোধ করেছি আমাদের সঙ্গে অন্তত এই ঈদটা করে যাওয়ার জন্য। আমরা আশা করি, উনি যদি আমাদের কথা রাখেন, তাহলে ঈদের পরেই বাংলাদেশে যাবেন।
তিনি বলেন, আপনারা সবাই খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। দেশবাসীর দোয়ায় তিনি আগের চেয়ে অনেক ভালো আছেন। কারণ উনি তার প্রিয় সন্তান তারেক রহমান, পুত্রবধূ ডা. জোবাইদা রহমান, শর্মিলা রহমান, তিন নাতনি ব্যারিস্টার জায়মা রহমান, জাহিয়া রহমান এবং জাফিয়া রহমানের সঙ্গে বাসায় দারুণ সময় কাটাচ্ছেন। তারা সবাই উনার পাশে রয়েছেন।
হাসিনাই খালেদাকে স্লো পয়জনিং দিয়ে হত্যার চেষ্টা করেছে উল্লেখ করে যুক্তরাজ্য বিএনপির এই সভাপতি বলেন, আল্লাহর অশেষ মেহেরবানী। হাসিনার পরিকল্পনা বাস্তবায়ন হয়নি।
তিনি বলেন, হাসিনা যখন লন্ডনে আসেন তখন তিনি ঘোষণা করেছিলেন খালেদা জিয়াকে হত্যার। আল্লাহ বলেছেন, এর চেয়ে বড় পরিকল্পনাকারী আমি খোদ আল্লাহ। আল্লাহর পরিকল্পনায় হাসিনার পতন হয়েছেন, খালেদা জিয়ার উত্থান হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited