দেশের শীর্ষ চাল ব্যবসায়ী রশিদের বাড়িতে দুর্বৃত্তের গুলি

- সময় ১০:৩৫:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
- / 18
কুষ্টিয়ায় দেশের শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ এগ্রো ফুড প্রডাক্টসের মালিক আব্দুর রশিদের বাড়ি লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা।
বুধবার(০৯ এপ্রিল) দুপুরের দিকে শহরের কোর্টপাড়া এলাকায় গোসালা গলির বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনা কে বা কারা ঘটিয়েছেন তা এখনো জানা যায়নি।
আব্দুর রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, দুইজন ব্যক্তি হেলমেট পড়ে এসে বাইক থামিয়ে কোমর থেকে অস্ত্র বের করে রশিদের বাড়িতে এলোপাতাড়ি গুলি করেন এবং তাৎক্ষণাৎ মোটরসাইকেল যোগে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে আব্দুর রশিদ বলেন, গুলির ঘটনা জানতে পেরে আমি তাৎক্ষণিক বাড়িতে আসি। এরপর বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে দেখতে পাই, বেলা পৌনে ২টার দিকে একটি মোটরসাইকেলে হেলমেট পরা দুইজন ব্যক্তি বাণী হলের দিক থেকে এসে বাড়ির সামনে দাঁড়ায়। এরপর বাড়ি লক্ষ্য করে দুটি গুলি চালিয়ে একই রাস্তা ধরে শহরের দিকে চলে যায়। এতে বাড়ির বাইরের কাচের গ্লাস ভেঙে যায়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, গুলির ঘটনায় সিসি ফুটেজসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছি। কাউকে শনাক্ত করা যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় সব রকম পদক্ষেপ নেওয়া হবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited