ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

দুর্ভিক্ষ আজ সন্নিকটে…

শফিউল ইসলাম রৌজদী
  • সময় ০২:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
  • / 110

দুর্ভিক্ষ

দুর্ভিক্ষ আজ সন্নিকটে
ক্ষুধায় কাতর শূন্য পকেটে
নিদ্রাহীন সব ভোর কাটে
জমানো আছে কত? ললাটে

দু বেলা সবার জুটেনা আহার
রাখেনি কেউ খবর তাহার
শুনেছি তোমার টাকার পাহাড়
টেবিলে অনেক খাবারের বাহার

দেশ চালাচ্ছ তোমার মত
মরছে মানুষ শত সহস্র
হিসাব করে দেখলাম তত
অস্ত্র এনেছ জাহাজে কত?

জঙ্গিবাদীর সঙ্গ পেয়ে
মৌলবাদীরে সঙ্গি করে
প্রলাপ করো পাগল হয়ে
মানুষ আছে অনাহারে

শফিউল ইসলাম রৌজদী
শফিউল ইসলাম রৌজদী

দেশের মানুষ কাঁদছে হেন
সংস্কারের নামে ভুগছে কেন?
দেশটা তোমার বাপের যেন
করছো বড়াই যেনোতেনো,

কৃষক শ্রমিকের ভাত জুটেনা
তুমি ধরেছো হরেক বায়না
ক্ষুধার রাজ্যে ঘুম আসে না
সুদখোরের বাণী মগজে ঢুকে না।

আবু সাইদ মুগ্ধ,
মানুষ এখন খুব্ধ,
লক্ষ ছিল ক্ষমতা,
বুঝে গেছে জনতা।

কবি:শফিউল ইসলাম রৌজদী

প্রতিষ্ঠাতা নরসিংদী লালন চর্চা কেন্দ্র

শেয়ার করুন

দুর্ভিক্ষ আজ সন্নিকটে…

সময় ০২:১১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

দুর্ভিক্ষ আজ সন্নিকটে
ক্ষুধায় কাতর শূন্য পকেটে
নিদ্রাহীন সব ভোর কাটে
জমানো আছে কত? ললাটে

দু বেলা সবার জুটেনা আহার
রাখেনি কেউ খবর তাহার
শুনেছি তোমার টাকার পাহাড়
টেবিলে অনেক খাবারের বাহার

দেশ চালাচ্ছ তোমার মত
মরছে মানুষ শত সহস্র
হিসাব করে দেখলাম তত
অস্ত্র এনেছ জাহাজে কত?

জঙ্গিবাদীর সঙ্গ পেয়ে
মৌলবাদীরে সঙ্গি করে
প্রলাপ করো পাগল হয়ে
মানুষ আছে অনাহারে

শফিউল ইসলাম রৌজদী
শফিউল ইসলাম রৌজদী

দেশের মানুষ কাঁদছে হেন
সংস্কারের নামে ভুগছে কেন?
দেশটা তোমার বাপের যেন
করছো বড়াই যেনোতেনো,

কৃষক শ্রমিকের ভাত জুটেনা
তুমি ধরেছো হরেক বায়না
ক্ষুধার রাজ্যে ঘুম আসে না
সুদখোরের বাণী মগজে ঢুকে না।

আবু সাইদ মুগ্ধ,
মানুষ এখন খুব্ধ,
লক্ষ ছিল ক্ষমতা,
বুঝে গেছে জনতা।

কবি:শফিউল ইসলাম রৌজদী

প্রতিষ্ঠাতা নরসিংদী লালন চর্চা কেন্দ্র