দুর্নীতির দায়ে নারী প্রধান শিক্ষক বরখাস্ত
- সময় ০৫:১০:৩১ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
- / 27
জামালপুরের খ্যাতনামা বিদ্যাপীঠ সরিষাবাড়ী সলেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ হতে ওয়াজেদা পারভীনকে দুর্নীতির দায়ে চূড়ান্ত বরখাস্ত করা হয়েছে।
গত মঙ্গলবার (৮ জানুয়ারি) এ বিষয়টি বিদ্যালয়ের অভিযোগকারী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিযুক্ত শিক্ষক সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধান শিক্ষক চূড়ান্ত বহিষ্কার হওয়ায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক ও শিক্ষক কর্মচারীদের মাঝে খুশির ইমেজ বিরাজ করছে ।
বিদ্যালয়ের অভিযোগকারী শিক্ষক-শিক্ষার্থী এবং অভিযুক্ত শিক্ষক সূত্রে জানা যায়, সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক (ইংরেজী) মোস্তাফিজুর রহমান ও শিক্ষার্থীবৃন্দ প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ লিখিতভাবে তুলে ধরে গত ২৮ আগস্ট পৃথক পৃথকভাবে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট দাখিল করেন। দাখিলকৃত অভিযোগে উল্লেখ করা হয় প্রধান শিক্ষক কর্তৃক শিক্ষার্থীদের নিকট থেকে ব্যাংক রশিদের মাধ্যমে আদায়কৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবে জমা না দিয়ে প্রধান শিক্ষকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে অর্থ জমা করে আত্নসাৎ করেন। এ নিয়ে প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এর বিরুদ্ধে দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানে ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল সহকারে কর্মসূচি পালন করে সকল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ ছাড়াও প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষকরা অনাস্থা প্রস্তাব এনে অভিযোগপত্র দাখিল করেন ইউএনও’র নিকট। এরপর দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদ দাখিলের দাবীতেও দফায় দফায় ইউএনও’র কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রাখে বিদ্যালয়ের শিক্ষাথীরা।
এ অভিযোগের আলোকে গেল বছরের ৩রা সেপ্টেম্বর তারিখে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তাসহ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি অভিযোগের তদন্ত করে নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করতে সক্ষম হন।
উক্ত তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এর বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়। এ প্রেক্ষিতে গত ২১ অক্টোবর তারিখে প্রধান শিক্ষককে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়। নোটিশ প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে ওয়াজেদা পারভীন তার জবাব দাখিল করেন। দাখিলকৃত নোটিশের জবাব পর্যালোচনা করে সন্তোষজনক না হওয়ায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় উল্লেখ করে গত ৪ নভেম্বর তারিখে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার স্বাক্ষরিত প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্তের পত্র দেন। গত বৃহস্পতিবার (২রা জানুয়ারী ) বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরুন কৃষ্ণ পাল চুডান্ত বরখাস্ত করে উর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত পত্র প্রদান করেন।
চূড়ান্ত বরখাস্তপত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, জামালপুর জেলা প্রশাসক, জামালপুর অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা,ময়মনসিংহ ও সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে অনুলিপি দেওয়া হয়েছে ।
অভিযুক্ত প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন বরখাস্তপত্র পেয়েছেন বলে সত্যতা স্বীকার করেন তিনি।
এবিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক বলেন, সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে চুডান্ত বরখাস্তের পত্র দেওয়া হয়েছে এবং বিষয়টি উর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত পত্র দেওয়া হয়েছে।
এ ব্যাপারে সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, দুর্নীতির দায়ে প্রধান শিক্ষকের পদ থেকে ওয়াজেদা পারভীনকে চুড়ান্ত বরখাস্ত করা হয়েছে। তিনি আরও জানান, বিষয়টি উর্ধ্বতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত পত্র দেওয়া হয়েছে বলেও জানান তিনি।