দুবাইয়ে মাশরাফির মৃত্যুর গুজব!
- সময় ০৮:৫৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫
- / 32
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয় যে ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা মারা গেছেন। এতে দাবি করা হয়, দুবাইতে গাড়ি দুর্ঘটনায় মাশরাফি মারা গেছেন। তবে তার মারা যাওয়ার দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে রিউমর স্ক্যানার। নির্ভরযোগ্য কোনো তথ্য-প্রমাণ ছাড়াই ভুয়া দাবিটি প্রচার করা হয়েছে বলে দাবি তাদের।
এ বিষয়ে অনুসন্ধানে দেশীয় ও আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যম কিংবা সংশ্লিষ্ট নির্ভরযোগ্য কোনো সূত্রে মাশরাফির দুবাইয়ে অবস্থান বা তার মৃত্যুর দাবি সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন-পরবর্তী সময়ে আর জনসমক্ষে দেখা যায়নি দলটির সাবেক সংসদ সদস্য মাশরাফিকে। তবে চলমান বিপিএলে সিলেট স্ট্রাইকারসের হয়ে মাঠে নামার কথা ছিল তার। কিন্তু ফিটনেসের অভাবে এখনো তা সম্ভব হচ্ছে না বলে গণমাধ্যমে জানিয়েছেন সিলেট স্ট্রাইকারস কোচ মাহমুদ ইমন।
অনুসন্ধান শেষে মাশরাফি বিন মর্তুজা মারা গেছেন দাবিতে ইন্টারনেটে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে রিউমর স্ক্যানার।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited