০৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ০৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৭

আন্তর্জাতিক ডেস্ক
  • সময় ১১:১৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫
  • / 32

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৭

বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৯ জন। গতকাল শনিবার যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে লাতিন আমেরিকার দেশটিতে এ হতাহতের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বলিভিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর উয়ুনি ও কোলচানি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে। এতে দুটি বাসের চালকই বেঁচে আছেন। তবে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও আরেকজনকে ভর্তি করাতে হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে।

পোতসি রাজ্য পুলিশের মুখপাত্র বলেন, ‘এই মারাত্মক দুর্ঘটনায় ৩৯ জন আহত হয়েছেন। তাদের উয়ুনি শহরের চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাস্থল থেকে ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনায় একটি কোচের বডি দুমড়ে মুচড়ে গেছে। যাত্রীদের লাগেজগুলো রাস্তার ওপর ছড়িয়েছিটিয়ে পড়ে আছে।

পুলিশ কমান্ডার উইলসন ফ্লোরেস বলেন, ‘বাস দুটি বলিভিয়ার পোটোসি বিভাগের উয়ুনি এবং কোলচানির মধ্যে দুর্ঘটনার শিকার হয়। একটি বাস পশ্চিমাঞ্চলীয় শহর ওরুরোতে যাচ্ছিল।’

মরদেহগুলোর সম্পূর্ণ পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানান উইলসন ফ্লোরেস। তিনি বলেন, আহদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া চালকদের অ্যালকোহল পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

শেয়ার করুন

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৭

সময় ১১:১৭:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫

বলিভিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩৯ জন। গতকাল শনিবার যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে লাতিন আমেরিকার দেশটিতে এ হতাহতের ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বলিভিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় শহর উয়ুনি ও কোলচানি থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে একটি মহাসড়কে এই দুর্ঘটনা ঘটেছে। এতে দুটি বাসের চালকই বেঁচে আছেন। তবে একজনের অবস্থা স্থিতিশীল থাকলেও আরেকজনকে ভর্তি করাতে হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিটে।

পোতসি রাজ্য পুলিশের মুখপাত্র বলেন, ‘এই মারাত্মক দুর্ঘটনায় ৩৯ জন আহত হয়েছেন। তাদের উয়ুনি শহরের চারটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া দুর্ঘটনাস্থল থেকে ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, দুর্ঘটনায় একটি কোচের বডি দুমড়ে মুচড়ে গেছে। যাত্রীদের লাগেজগুলো রাস্তার ওপর ছড়িয়েছিটিয়ে পড়ে আছে।

পুলিশ কমান্ডার উইলসন ফ্লোরেস বলেন, ‘বাস দুটি বলিভিয়ার পোটোসি বিভাগের উয়ুনি এবং কোলচানির মধ্যে দুর্ঘটনার শিকার হয়। একটি বাস পশ্চিমাঞ্চলীয় শহর ওরুরোতে যাচ্ছিল।’

মরদেহগুলোর সম্পূর্ণ পরিচয় শনাক্তে কাজ চলছে বলে জানান উইলসন ফ্লোরেস। তিনি বলেন, আহদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ছাড়া চালকদের অ্যালকোহল পরীক্ষার প্রস্তুতি নেওয়া হচ্ছে।