দুই কেজির বেশি ওজনের এক ইলিশের দাম কত?

- সময় ১১:০১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪
- / 73
ইলিশ মানেই বাঙালির ঐতিহ্য। জাতীয় মাছের চাহিদা সারাবছরই থাকেহ বাঙালির ঘরে ঘরে। মাঝে মধ্যে ৩ কেজি ওজনের ইলিশও পাওয়া যায়। তেমনি এবার পাওয়া গেল ২ কেজি ২০০ গ্রাম ওজনের একটি ইলিশ। এই ইলিশের দাম কত হাকা হয়েছে, সেটি নিয়েই চলছে আলোচনা।
পটুয়াখালীর কুয়াকাটায় এক ইলিশ ৬ হাজার টাকায় বিক্রি হয়েছে। ইলিশটির ওজন ২ কেজি ২০০ গ্রাম।
শুক্রবার (২২ নভেম্বর ) বিকেলে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল হোসেনের জালে ধরা পড়ে মাছটি।
কুয়াকাটা মাছ বাজারে রাসেল ফিশে মাছটি বিক্রির জন্য নিয়ে এলে নিলামের মাধ্যমে ফিশ ভ্যালির পক্ষে মো. হাসান ১ লাখ টাকা মণ দরে মাছটি কেনেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, এত বড় ইলিশ সচরাচর দেখা যায় না। বেশ ভালো দামে মাছটি বিক্রি হয়েছে। ২৫শ টাকা কেজি দরে ৫ হাজার টাকায় মাছটি কিনে নেন হাসান নামে এক মৎস্য ব্যবসায়ী। পরে তিনি অনলাইনের মাধ্যমে ৬ হাজার টাকা বিক্রি করেছেন। এ সময় মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেন।

জেলে জামাল হোসেন বলেন, এ বছর এই প্রথম আমার জালে এত বড় মাছ ধরা পড়েছে। বড় মাছের চাহিদা বেশি, দামও ভালো। সাগরে এমনিতেও এখন বেশি মাছ মিলছে না। তবে বড় মাছ পাওয়ার আনন্দ অনেক বেশি।
আড়ত ব্যবসায়ী রেজাউল ইসলাম বলেন, এত বড় মাছ বাজারে খুব কম পাওয়া যায়। তাই নিলামে প্রতি মণ ১ লাখ টাকা দরে বিক্রি হয় মাছটি।
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সম্প্রতি এমন সুখবর আসে। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। সমুদ্রের মোহনায় পলি পড়ার কারণে গভীরতা কমে যাচ্ছে। তাই সমুদ্র মোহনা খনন এবং জালের প্রশস্ততা বাড়ালে এ রকম মাছ বেশি ধরা পড়বে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited