দীঘিনালা থানার ভেতর থেকেই পুলিশ গ্রেপ্তার | Bangla Affairs
০৭:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দীঘিনালা থানার ভেতর থেকেই পুলিশ গ্রেপ্তার

প্রমোদ কুমার মুৎসুদ্দী, দিঘীনালা (খাগড়াছড়ি)
  • সময় ০৯:৫৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫
  • / 133

দীঘিনালা থানা

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা থানার ভিতর থেকেই একজন উপ-পুলিশ পরিদর্শককে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে একটি টিম খাগড়াছড়ি জেলার দীঘিনালায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসআই চঞ্চল সরকারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

দীঘিনালা থানার ভেতর থেকেই পুলিশ গ্রেপ্তার
দীঘিনালা থানার ভেতর থেকেই পুলিশ গ্রেপ্তার

তিনি জানান, রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা থানা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং খাগড়াছড়ি জেলা পুলিশ তাকে আটক করে। আটকের পর রাতেই তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, জুলাই আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। দূর থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে আছেন এক তরুণ। ওই অবস্থায় তাকে পরপর অন্তত ছয় রাউন্ড গুলি করে পুলিশ। এরপর পুলিশ চলে গেলেও সেই তরুণ সেখানেই ঝুলে ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনের পর গত ৭ নভেম্বর এসআই চঞ্চল সরকার দীঘিনালা থানায় যোগদান করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি।

শেয়ার করুন

দীঘিনালা থানার ভেতর থেকেই পুলিশ গ্রেপ্তার

সময় ০৯:৫৬:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারি ২০২৫

পার্বত্য জেলা খাগড়াছড়ির দীঘিনালা থানার ভিতর থেকেই একজন উপ-পুলিশ পরিদর্শককে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ছাত্র-জনতার আন্দোলনে রাজধানীর রামপুরায় একটি ভবনের ছাদের কার্নিসে ঝুলে থাকা শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় আলোচিত পুলিশের উপপরিদর্শক (এসআই) চঞ্চল সরকারকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহকারী অ্যাটর্নি জেনারেল তানভীর হাসান জোহার নেতৃত্বে একটি টিম খাগড়াছড়ি জেলার দীঘিনালায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

এসআই চঞ্চল সরকারকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।

দীঘিনালা থানার ভেতর থেকেই পুলিশ গ্রেপ্তার
দীঘিনালা থানার ভেতর থেকেই পুলিশ গ্রেপ্তার

তিনি জানান, রোববার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে দীঘিনালা থানা থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং খাগড়াছড়ি জেলা পুলিশ তাকে আটক করে। আটকের পর রাতেই তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে।

প্রসঙ্গত, জুলাই আন্দোলন চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। দূর থেকে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, নির্মাণাধীন ভবনের রড ধরে ঝুলে আছেন এক তরুণ। ওই অবস্থায় তাকে পরপর অন্তত ছয় রাউন্ড গুলি করে পুলিশ। এরপর পুলিশ চলে গেলেও সেই তরুণ সেখানেই ঝুলে ছিলেন।

ছাত্র-জনতার আন্দোলনের পর গত ৭ নভেম্বর এসআই চঞ্চল সরকার দীঘিনালা থানায় যোগদান করেন। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন তিনি।