দীঘিনালায় সাংবাদিকের অফিসে চুরি

- সময় ০৮:৩৮:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৫
- / 66
খাগড়াছড়ির দীঘিনালায় এক সাংবাদিকের অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার কবাখালী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক মো. সোহেল রানা জানান, তার অফিস দৈনিক সবুজ পাতার দেশ ও ব্যবসাপ্রতিষ্ঠান রানা ডিজিটাল স্টুডিওতে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ক্যাশ টেবিল ও তালা ভেঙে ফেলে। চোরেরা একটি ল্যাপটপ, দুটি হার্ডডিস্ক, ক্যামেরার ব্যাটারি ও মেমোরি কার্ডসহ গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক ডিভাইস লুট করে নিয়ে যায়। এসব ডিভাইসে তার ব্যক্তিগত ও পেশাগত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল।
তিনি অভিযোগ করেন, এটি শুধু চুরি নয়, বরং তাকে সামাজিক ও পেশাগতভাবে হেয় করার উদ্দেশ্যে করা হয়েছে।
এ ঘটনায় শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে তিনি দীঘিনালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু আলামত সংগ্রহ করেছে এবং লুট হওয়া সামগ্রী উদ্ধারে কাজ করছে
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited