দীঘিনালায় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় চিনি প্রবেশ
- সময় ০৪:২৭:২২ অপরাহ্ন, বুধবার, ২২ জানুয়ারি ২০২৫
- / 32
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় চিনিসহ চালক ও তার সহযোগীকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা সাজেকের উদয়পুর দিয়ে অবৈধভাবে এক মাহিন্দ্র করে চিনি দীঘিনালায় অনুপ্রবেশ করার সময় দীঘিনালা পুলিশ ৪ বস্তা চিনিসহ ২ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন উপজেলার বোয়ালখালী ইউনিয়নের মৃত খিরত বড়ুয়ার ছেলে কাজল বড়ুয়া (৫৮) সে পেশায় অটো টেম্পো(মাহিন্দ্র) চলক ও অপর সহযোগী মেরুং ইউনিয়নের রশিকনগর এলাকার মৃত মুনসুর আলীর ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪০)।
সূত্রে জানায়, চিনি গুলো ভারতের মিজোরাম থেকে প্রতি সাজেকের উদয়পুর হয়ে দীঘিনালা প্রবেশ করানো হয়।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া জানান, শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ ভারতীয় চিনি প্রবেশকালে ৪ বস্তা চিনিসহ ২ জন আটক করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন ২৫-খ/২৫-ঘ ধারার অপরাধ করায় আটকৃতদের বিরুদ্ধে পুলিশ মামলা নিয়মিত মামলা রুজু করেছে।
উল্লেখ যে গত ২০২৩ সালের ২৬ শে মার্চ রাতে ১৪০ বস্তা অবৈধ ভারতীয় চিনি জব্দ করেছে দীঘিনালা থানা পুলিশ।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited