দীঘিনালায় তারুণ্যের উৎসবে পরিচ্ছন্নতা অভিযান
- সময় ০৩:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
- / 22
দীঘিনালায় উপজেলা প্রশাসনের উদ্যোগে “তারুণ্যের উৎসব: পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বোয়ালখালী বাজারে এ ব্যতিক্রমী উদ্যোগে অংশগ্রহণ করেন উপজেলা প্রশাসন, স্থানীয় বাজার পরিচালনা কমিটি, এলজিইডি, এবং যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দল।
অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন ২নং বোয়ালখালী ইউনিয়নের চেয়ারম্যান বাবু চয়ন বিকাশ চাকমা। তিনি পরিচ্ছন্ন পরিবেশের গুরুত্ব তুলে ধরে বলেন, “পরিচ্ছন্নতাই উন্নয়নের প্রথম ধাপ। এই উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে।”
এরপর বক্তব্য রাখেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া। তিনি বলেন, “পরিচ্ছন্নতা শুধু শারীরিক নয়, এটি মানসিক এবং সামাজিক দায়িত্বও। সবাইকে একযোগে কাজ করতে হবে।”
জেলা পরিষদের সদস্য বাবু কুমার সাইন প্রো তার বক্তব্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাকে সাংস্কৃতিক চর্চার অংশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সর্বশেষ বক্তব্য রাখেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মামুনুর রশীদ। তিনি বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। এটি শুধু একটি কর্মসূচি নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ হওয়া উচিত।”
পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধনী পর্ব শেষে অংশগ্রহণকারীরা বোয়ালখালী বাজারের গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। বাস টার্মিনালসহ পুরো বাজার এলাকা প্লাস্টিক, ময়লা এবং অন্যান্য বর্জ্যমুক্ত করার কাজ করেন। তরুণ স্বেচ্ছাসেবকরা রাস্তা ঝাড়ু দেওয়া, ময়লা পরিষ্কার এবং বর্জ্য সঠিক স্থানে ফেলার জন্য সচেতনতামূলক বার্তা প্রচার করেন।
স্থানীয় জনগণ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
উপজেলা প্রশাসন জানায়, এই উদ্যোগ তারুণ্যের মধ্যে সামাজিক দায়বদ্ধতা তৈরির একটি অংশ। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে চালানো হবে।
“তারুণ্যের উৎসব: পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ২০২৫” দীঘিনালার সামাজিক উন্নয়নে একটি মাইলফলক। এই উদ্যোগ শুধুমাত্র একটি পরিষ্কার বাজার নয়, পরিবেশ রক্ষায় সচেতনতা এবং একাত্মতার বার্তা দিয়েছে। দীঘিনালা যেন এভাবেই উন্নয়ন ও সৌন্দর্যের পথ ধরে এগিয়ে যায়।