দীঘিনালায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে বিএনপি সভাপতি ওয়াদুদ

- সময় ০৯:০৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫
- / 28
খাগড়াছড়ির দীঘিনালা বোয়ালখালী নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।
মাত্র ১৯ দিনের ব্যবধানে ফের আগুনের শিকার হলেন দিঘীনালার ব্যবসায়ীরা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে, যাতে ১৬টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে খাগড়াছড়ি সদর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট, লংগদু ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ও দীঘিনালা ফায়ার সার্ভিসের ১টি ইউনিট যৌথভাবে কাজ করে। তাদের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এবং স্থানীয় বাসিন্দারা। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে চারটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
স্থানীয় সূত্রে জানা যায়, তৃপ্তি রেস্তোরাঁ ও শংকর স্টোরসহ মাঝের বেশ কয়েকটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। বাজার জুড়ে আগুনের কুন্ডলী ও লেলিহান শিখায় চারপাশ আলোকিত হয়ে ওঠে। আগুনের ভয়াবহতায় মানুষজন আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটতে থাকে।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানাতে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন খাগড়াছড়ি জেলা বিএনপি সভাপতি ওয়াদুদ ভূইয়া। তিনি ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন এবং বিএনপির পক্ষ থেকে তাদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছেন। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited