দিলো তো সব নেশাখোরদের সঙ্গে থাকতে: পরী মনি

- সময় ০১:০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪
- / 290
ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে তিনি বারবার সংবাদ শিরোনামে এসেছেন। বর্তমানে তিনি একজন ‘সিঙ্গেল মাদার’ হিসেবে আনন্দেই জীবনযাপন করছেন। তবে তার জীবনের পথ এতটা মসৃণ ছিল না। একসময় তাকে মাদক মামলায় জেলেও যেতে হয়েছিল। এবার একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে তিনি তার জেলজীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন।
অনুষ্ঠানে পরীমণিকে জিজ্ঞাসা করা হয় জেলে থাকার সময় তিনি কী শিখেছেন। জবাবে তিনি বলেন, ‘আমাকে পাঠানো হয়েছিল জেলে। সেখানে গিয়ে কি ভালো কিছু শিখব? আমাকে নেশাখোরদের সঙ্গে থাকতে হয়েছিল, যেখানে সারাক্ষণ গালিগালাজ শিখেছি। সেখানে সবারই আলাদা আলাদা গল্প রয়েছে। কেউ কেউ ৪০ বারের বেশি জেলে গিয়েছে। এটা যেন পুরো ভিন্ন একটি জগৎ।’
তিনি আরও বলেন, ‘জেলে থাকার সময়টা সত্যিই কঠিন ছিল, কোনো অ্যাক্টিভিটি ছিল না। অনেকেই সময় কাটানোর জন্য ইচ্ছা করে ঝগড়া করত। সেই স্মৃতিগুলো আমি লিখে রেখেছি।’
এদিকে, পরীমণি প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ নামের হইচই অরিজিনাল এই সিরিজটি ৮ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। এতে পরীমণি ও মোস্তাফিজুর নুর ইমরান মূল চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া শিগগিরই ভারতের একটি ছবিতেও তার অভিষেক হতে যাচ্ছে। ‘ফেলুবক্সী’ নামের এই ছবিতে তিনি অভিনয় করছেন।
উল্লেখ্য, ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে ঢালিউডে অভিষেক ঘটে পরীমণির। এরপর ‘রক্ত’, ‘স্ফুলিঙ্গ’, ‘আমার প্রেম আমার প্রিয়া’, ‘স্বপ্নজাল’, ‘বিশ্বসুন্দরী’, ‘গুণীন’, ‘প্রীতিলতা’, ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’, এবং ‘মা’সহ বেশ কিছু সিনেমায় তিনি অভিনয় করেছেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited