দিঘীনালায় বিএনপির ইফতার মাহফিল

- সময় ১০:৪৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- / 71
মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে খাগড়াছড়ির দিঘীনালায়। সোমবার (১৭ মার্চ) বিকেলে দিঘীনালা থানার বেলছড়ি জামে মসজিদ মাঠে বিএনপির ১নং মেরুং ইউনিয়ন শাখার উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি খাগড়াছড়ি জেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আফসার উদ্দিন।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন মোঃ মোশাররফ হোসেন, মোঃ আবু তালেব, অনিমেষ চাকমা রিংকু, শ্রী খনি রঞ্জন ত্রিপুরা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা শ্রমিক দলের সেক্রেটারি রোকন উদ্দিন চৌধুরী, বিএনপি দিঘীনালা উপজেলা শাখার সভাপতি ডা. শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মোতালেব হোসেন এবং অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং সকলকে ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি দিঘীনালা উপজেলা সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন এবং সঞ্চালনা করেন মোঃ জয়নাল, ১নং মেরুং ইউনিয়ন শাখার সেক্রেটারি।
ইফতার মাহফিলে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবং একসাথে ইফতার করেন।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited