দিঘীনালায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত
- সময় ১১:১৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪
- / 58
খাগড়াছড়ির দিঘীনালায় যথাযথ মর্যাদায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে সোমবার (১৬ ডিসেম্বর) ভোর ৬টা ৫০মিনিটে সূর্যোদয়ের সাথে সাথে দিঘীনালা উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা স্বৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন দিঘীনালা উপ জেলা প্রশাসক নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ ও দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া।
সেখানে উপজেলার মুক্তিযোদ্ধা, উপজেলা স্বাস্থ্য অফিসার সহ বিভিন্ন সরকারী দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠান, পেশাজীবী এবং সামাজিক সংগঠন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন।
১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের আত্বার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এছাড়াও সকাল থেকেই উপজেলা প্রশাসন ,পক্ষ থেকে ফুটবল ও ব্যাডমিন্টন খেলা আয়োজন করা হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ও স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পনের মধ্যেদিয়ে দিনব্যাপী নানা কর্মসূচীতে পালিত হয়েছে দিবসটি।