দিঘীনালায় ধর্ষণ বিরোধী বিক্ষোভ মিছিল

- সময় ০৮:০৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫
- / 40
সারাদেশে নারীর প্রতি সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা ও বিচারহীনতার প্রতিবাদে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ মার্চ) বিকেল ৩টায় দিঘীনালা সরকারি ডিগ্রি কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে এটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনাগুলোর তীব্র নিন্দা জানান এবং দ্রুত বিচারের দাবিতে সোচ্চার হন।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা মাগুরায় শিশু আছিয়ার ঘটনার প্রসঙ্গ তুলে ধরে বলেন, আইনশৃঙ্খলার অবনতির কারণে অপরাধীদের সংখ্যা বেড়ে যাচ্ছে, যা সমাজের জন্য মারাত্মক হুমকি। তারা সরকারের প্রতি ধর্ষণসহ সকল অপরাধ দমনে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এই প্রতিবাদী মিছিলে দিঘীনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্র মো. খালেদ হাসান (রবিন), মো. মারুফ খান, মো. ইরফান আহাম্মদ, মো. তাওহীদ হাসান (তন্ময়) নেতৃত্ব দেন। এছাড়াও গণমাধ্যম কর্মী, শিক্ষার্থী শেফালী বেগম, মাইশা আক্তার, বিলকিস বেগম, তুখলিফুল মিয়াসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন।
শিক্ষার্থীরা জোরালোভাবে জানান, নারী নির্যাতন ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ প্রতিরোধে কঠোর আইন প্রয়োগ ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited