দিঘীনালায় জমে উঠেছে ফুটপাতের গরম কাপড়ের দোকান
- সময় ০২:৪০:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪
- / 31
শীত বাড়তেই দিঘীনালা ফুটপাতে গরম কাপড়ের দোকানে বেচাকেনা জমজমাট হয়ে উঠেছে। শীত নিবারণের জন্য এসব দোকানে গরম কাপড় কিনতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তবে নিম্ন আয়ের মানুষের ভিড় বেশি লক্ষ করা গেছে।
দিঘীনালা বোয়ালখালী নতুন বাজার একতা হোটেল সামনে বিভিন্ন দোকান ঘুরে দেখা যায়, সব দোকানেই রয়েছে ছোট বড় সব ধরনের ক্রেতা। এসব দোকানে সব বয়সের ছেলে-মেয়ে থেকে শুরু করে বয়স্কদের বাহারি শার্ট, হাফ/ফুল স্যুয়েটার, জ্যাকেট, মাফলার, টুপিসহ উলের গরম কাপড় পাওয়া যাচ্ছে।
গরম কাপড় কিনতে আসা ইজিবাইক চালক ভোবন মহন চাকমা জানান, ইজিবাইক চালিয়ে সংসার চালান। এই শীতে গরম কাপড় ছাড়া চলা দায়। তাই কাপড় কিনতে ফুটপাতের দোকানে এসেছেন।
আরেক ক্রেতা সুনিতা ত্রিপুরা বলেন, সারাদিন হাড়ভাঙা খেটে কোনোরকমে সংসার চলে। গত শীতে ইচ্ছে থাকা সত্ত্বেও টাকার অভাবে শীতের কাপড় কেনা হয়নি। এবার কিনতে এসেছেন।
দোকানী টুইংকেল চাকমা বলেন, শীত যত বাড়ছে, বিক্রিও বাড়ছে। আর এখানে ৩০ টাকা থেকে শুরু করে ৩০০ টাকায় মিলছে শীতের পোশাক। সাধ-সাধ্য মিলিয়ে ক্রেতারা পোশাক কিনছে।
এছাড়াও দিঘীনালা বাস স্টেশন, সামনে, একতা আবাসিক হোটেল সামনে, দিঘীনালা বোয়ালখালী নতুন বাজার সবছেয়ে বড় বাজার ফুটপাতে সকাল থেকে গভীররাত পর্যন্ত বেচাকেনা চলছে।