দিঘীনালায় ঈদের মার্কেট ক্রেতাদের উপস্থিতি কম

- সময় ০১:৪০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫
- / 18
খাগড়াছড়ি জেলার দিঘীনালা উপজেলার বোয়ালখালী নতুন বাজারে রমজান মাসের শুরু থেকেই কেনাকাটার হালকা গতি থাকলেও, ১৫ রমজানের পর থেকে সাধারণত ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। তবে, এবার পরিস্থিতি ভিন্ন। নামীদামি ব্র্যান্ডের পোশাকের শোরুম ও বিপণী বিতানগুলোতে ক্রেতার উপস্থিতি খুবই কম। দিনের বেলায় কিছু ক্রেতার দেখা মিললেও সন্ধ্যার পর তাদের সংখ্যা আরও কমে যায়।
বিক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবারের বেচাকেনা অনেক কম। আগে ক্রেতাদের মধ্যে দর-কষাকষি চলত, তারা তাদের পছন্দের পোশাক কিনতেন। কিন্তু এবার চিত্র একেবারেই উল্টো। নামীদামি শোরুমগুলোর বিক্রয় প্রতিনিধিরা অলস সময় কাটাচ্ছেন।
প্রিয়তম বস্ত্র বিতানের বিক্রেতা মৃদুল বাবু বলেন, “আমরা রিজনেবল প্রাইসেই পোশাক বিক্রি করি, তবুও কয়েকদিন ধরে বেচাকেনা নেই বললেই চলে।”

বিসমিল্লাহ বস্ত্র বিতানের বিক্রয় প্রতিনিধিরা জানান, “আমাদের শোরুমে প্রত্যেক ক্রেতার হাতের নাগালের মধ্যেই প্রাইস নির্ধারণ করে গ্রাহক সেবা দিয়ে আসছি, তবুও এবারের ঈদে বিক্রি অনেক কম।”
পাহাড়ি হাতে ভোনা কাপড়সহ অন্যান্য শোরুমগুলোরও একই অবস্থা। বিক্রেতারা মনে করছেন, অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিরতা এবং দেশের সামগ্রিক রাজনৈতিক পরিবেশের কারণে এক শ্রেণির ক্রেতা বাজার থেকে দূরে রয়েছে।
তবে অভিজাত ব্র্যান্ডের শোরুম ছাড়া ফুটপাত এবং মার্কেটের পুরাতন স্বনামধন্য দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা মোটামুটি চোখে পড়ার মতো। অধিকাংশ ক্রেতাই নারী ও শিশু।
কিছু ক্রেতার অভিযোগ, নামীদামি ব্র্যান্ডের শোরুমগুলোতে পোশাকের দাম আকাশছোঁয়া। দিঘীনালা দারিদ্র্যপ্রবণ এলাকা হওয়ায় মধ্যবিত্তদের ঈদের স্বল্প বাজেট এসব শোরুমের পোশাক কেনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে।
দিঘীনালা বোয়ালখালী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুভাষ বসু এবং সম্পাদক আলমগীর জানান, “আগের তুলনায় ব্যবসা কিছুটা কম। এই এলাকা পর্যটন নির্ভর। এবার পর্যটকদের উপস্থিতি কম থাকায় মানুষের হাতে টাকা নেই। সাধারণ কিছু ক্রেতা এলেও তারা বেশিরভাগই দেখে শুনে চলে যাচ্ছেন।” তবে তারা আশা করছেন, চাঁদ রাত ও তার আগের দিন বেচাকেনার পরিমাণ বৃদ্ধি পাবে।
এদিকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।