ঢাকা ০১:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দারুণ জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক
  • সময় ১১:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫
  • / 17

রিয়াল মাদ্রিদের দারুণ জয়

১৩ বছরের মধ্যে দ্রুততম গোল হজমের পর চার গোল করে জিতল রিয়াল মাদ্রিদ, আরও তিনবার তারা জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

ম্যাচের ৩০ সেকেন্ড না যেতেই গোল হজম, একটু পর ব্রাহিম দিয়াসের অবিশ্বাস্য মিস- ভীষণ নড়বড়ে শুরুর পর কী দারুণভাবে না ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ! চমৎকার পারফরম্যান্সে জোড়া গোলের আলো ছড়ালেন কিলিয়ান এমবাপে। জালের দেখা পেলেন তার দুই সতীর্থও। লাস পালমাসকে উড়িয়ে লা লিগার শীর্ষে উঠল কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার ৪-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে অনেকটা সময় একজন কম নিয়ে খেলেছে পালমাস। এই সময়ে কোনো গোল যদিও হয়নি।

ব্যবধান আরও বড় হতেই পারত। রিয়াল মাদ্রিদের তিনটি গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। এছাড়া ম্যাচে ৯টি সেভ করেন সফরকারী গোলরক্ষক ইয়াসপের সিলেসেন।

শেয়ার করুন

দারুণ জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

সময় ১১:২৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫

১৩ বছরের মধ্যে দ্রুততম গোল হজমের পর চার গোল করে জিতল রিয়াল মাদ্রিদ, আরও তিনবার তারা জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

ম্যাচের ৩০ সেকেন্ড না যেতেই গোল হজম, একটু পর ব্রাহিম দিয়াসের অবিশ্বাস্য মিস- ভীষণ নড়বড়ে শুরুর পর কী দারুণভাবে না ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ! চমৎকার পারফরম্যান্সে জোড়া গোলের আলো ছড়ালেন কিলিয়ান এমবাপে। জালের দেখা পেলেন তার দুই সতীর্থও। লাস পালমাসকে উড়িয়ে লা লিগার শীর্ষে উঠল কার্লো আনচেলত্তির দল।

সান্তিয়াগো বের্নাবেউয়ে রোববার ৪-১ গোলে জিতেছে গতবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধে অনেকটা সময় একজন কম নিয়ে খেলেছে পালমাস। এই সময়ে কোনো গোল যদিও হয়নি।

ব্যবধান আরও বড় হতেই পারত। রিয়াল মাদ্রিদের তিনটি গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। এছাড়া ম্যাচে ৯টি সেভ করেন সফরকারী গোলরক্ষক ইয়াসপের সিলেসেন।