ঢাকা ১১:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে দখল নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  • সময় ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
  • / 17

ছাত্রদলের সংঘর্ষ

ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত খেয়াঘাট দখল নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ও শনিবার সকালে উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহতরা হলেন, আলগী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নাঈম মাতুব্বর ও তার সমর্থিত আরও দুজন। তারা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও প্রতিপক্ষের আহত আরও কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

নাঈম মাতুব্বর জানান, হরিরহাট বাজারে তিনি ব্যবসা করেন। গতকাল রাত ৮টার দিকে ওই বাজারের পরিত্যক্ত খেয়াঘাটের কিছু জমিতে প্রতিপক্ষের রিজু মাতুব্বর ও আমির মাতুব্বরের নেতৃত্বে দোকানের জন্য ঘর তোলেন। এতে নাঈম ও তার সহযোগীরা বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন নাঈমের ওপর হামলা চালান। এরপর ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা দুই পক্ষের মধ্যে সমাধানের আশ্বাস দিলে প্রতিপক্ষের লোকজন তা না মেনে পুনরায় শনিবার সকালে নাঈমের ওপর হামলা চালান।

নাঈম অভিযোগ করেন, প্রতিপক্ষের আমির ও রিজু আগে সাবেক এমপি নিক্সনের হয়ে কাজ করেছেন। অথচ, তারা বর্তমানে ভোল পাল্টিয়ে ছাত্রদলের কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ ও দখলবাঁজিতে লিপ্ত হচ্ছেন।

প্রতিপক্ষের আমির ও রিজু মাতুব্বরের মোবাইলে কথা হলে রিজু জানান, তিনি কখনোই কোনও রাজনৈতিক দলের সমর্থনে ছিলেন না। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন প্রতিপক্ষের লোকজন।

বিষয়টি নিশ্চিত করে আলগী ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া জানান, ঐতিহ্যবাহী হরিরহাট বাজারের খেয়াঘাট এরিয়ায় দুই পক্ষের লোকজন তাদের ঘর তোলা নিয়ে দুই দফায় সংঘর্ষে জড়ায়।

স্থানীয়রা জানায়, ওই বাজারের খেয়াঘাটে বর্ষা মৌসুমে ব্যবসায়ীরা বিভিন্ন মালামাল নৌযানে আনা-নেওয়া করেন। কিন্তু শীত ও শুকনো মৌসুমে খেয়াঘাটটি পরিত্যক্ত অবস্থায় থাকায় সেই সুযোগে বড়দিয়া গ্রামের রিজু ও আমিরের নেতৃত্বে দুটি ছাপড়া ঘর তোলেন। এতে পূর্ব আলগী গ্রামের নাঈম ও তার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের লোকজন সাবেক এমপি নিক্সনের হয়ে কাজ করেছেন।

থানার ওসি মোকছেদুর রহমান জানান, বাজারের জমিতে ঘর তোলা নিয়ে গতকাল রাতে ও আজ সকালে দুই দফায় সংঘর্ষে জড়ায় দুটি পক্ষের লোকজন। খবর পেয়ে ওই রাতে এবং আজ সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংঘর্ষের ঘটনায় (শনিবার) আজ রাত ৭ টা পর্যন্ত থানায় কোনও পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

শেয়ার করুন

ফরিদপুরে দখল নিয়ে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

সময় ০৮:৪৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারি ২০২৫

ফরিদপুরের ভাঙ্গায় পরিত্যক্ত খেয়াঘাট দখল নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার (১০ জানুয়ারি) রাতে ও শনিবার সকালে উপজেলার আলগী ইউনিয়নের হরিরহাট বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহতরা হলেন, আলগী ইউনিয়নের ছাত্রদলের সভাপতি প্রার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী নাঈম মাতুব্বর ও তার সমর্থিত আরও দুজন। তারা ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। এছাড়াও প্রতিপক্ষের আহত আরও কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

নাঈম মাতুব্বর জানান, হরিরহাট বাজারে তিনি ব্যবসা করেন। গতকাল রাত ৮টার দিকে ওই বাজারের পরিত্যক্ত খেয়াঘাটের কিছু জমিতে প্রতিপক্ষের রিজু মাতুব্বর ও আমির মাতুব্বরের নেতৃত্বে দোকানের জন্য ঘর তোলেন। এতে নাঈম ও তার সহযোগীরা বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন নাঈমের ওপর হামলা চালান। এরপর ঘটনাস্থলে পুলিশ ও স্থানীয়রা দুই পক্ষের মধ্যে সমাধানের আশ্বাস দিলে প্রতিপক্ষের লোকজন তা না মেনে পুনরায় শনিবার সকালে নাঈমের ওপর হামলা চালান।

নাঈম অভিযোগ করেন, প্রতিপক্ষের আমির ও রিজু আগে সাবেক এমপি নিক্সনের হয়ে কাজ করেছেন। অথচ, তারা বর্তমানে ভোল পাল্টিয়ে ছাত্রদলের কর্মী পরিচয় দিয়ে বিভিন্ন অনৈতিক কাজ ও দখলবাঁজিতে লিপ্ত হচ্ছেন।

প্রতিপক্ষের আমির ও রিজু মাতুব্বরের মোবাইলে কথা হলে রিজু জানান, তিনি কখনোই কোনও রাজনৈতিক দলের সমর্থনে ছিলেন না। তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন প্রতিপক্ষের লোকজন।

বিষয়টি নিশ্চিত করে আলগী ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া জানান, ঐতিহ্যবাহী হরিরহাট বাজারের খেয়াঘাট এরিয়ায় দুই পক্ষের লোকজন তাদের ঘর তোলা নিয়ে দুই দফায় সংঘর্ষে জড়ায়।

স্থানীয়রা জানায়, ওই বাজারের খেয়াঘাটে বর্ষা মৌসুমে ব্যবসায়ীরা বিভিন্ন মালামাল নৌযানে আনা-নেওয়া করেন। কিন্তু শীত ও শুকনো মৌসুমে খেয়াঘাটটি পরিত্যক্ত অবস্থায় থাকায় সেই সুযোগে বড়দিয়া গ্রামের রিজু ও আমিরের নেতৃত্বে দুটি ছাপড়া ঘর তোলেন। এতে পূর্ব আলগী গ্রামের নাঈম ও তার লোকজন বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দুই পক্ষের লোকজন সাবেক এমপি নিক্সনের হয়ে কাজ করেছেন।

থানার ওসি মোকছেদুর রহমান জানান, বাজারের জমিতে ঘর তোলা নিয়ে গতকাল রাতে ও আজ সকালে দুই দফায় সংঘর্ষে জড়ায় দুটি পক্ষের লোকজন। খবর পেয়ে ওই রাতে এবং আজ সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সংঘর্ষের ঘটনায় (শনিবার) আজ রাত ৭ টা পর্যন্ত থানায় কোনও পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।