০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

থানায় পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, নরসিংদী
  • সময় ১০:০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • / 31

থানায় পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আবিদ হাছান জজ মিয়া। তিনি শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে।

শিবপুর থানা সূত্রে জানা যায়, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেফতার করে পুলিশ। এ খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে নিতে থানায় যান জজ মিয়া ও তার সহযোগীরা। থানায় উপস্থিত হয়েই তিনি হাজতে থাকা নাদিম সরকারের সঙ্গে দেখা করার অনুমতি চান। তবে কর্তব্যরত পুলিশ কনস্টেবল সবুজ মিয়া এতে বাধা দিলে জজ মিয়া ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান।

পরে থানায় উপস্থিত পুলিশ সদস্যরা কনস্টেবল সবুজ মিয়াকে উদ্ধার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় জজ মিয়া আরও উত্তেজিত হয়ে পুলিশকে হুমকি দেন এবং নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার দাবি জানান।

এ ঘটনায় আহত কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে জজ মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, জজ মিয়া একজন চিহ্নিত সন্ত্রাসী। স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য সচিব হওয়ার পর থেকে তার অপরাধমূলক কর্মকাণ্ড আরও বেড়ে যায়। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কর্তব্যরত পুলিশ সদস্যকে লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

 

শেয়ার করুন

থানায় পুলিশের ওপর হামলা, স্বেচ্ছাসেবক দল নেতা আটক

সময় ১০:০৬:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

নরসিংদীর শিবপুরে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিতে ব্যর্থ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছেন স্বেচ্ছাসেবক দলের এক নেতা। এ ঘটনায় পুলিশ তাকে আটক করেছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম আবিদ হাছান জজ মিয়া। তিনি শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং উপজেলার পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে।

শিবপুর থানা সূত্রে জানা যায়, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও একাধিক মামলার আসামি নাদিম সরকারকে গ্রেফতার করে পুলিশ। এ খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়িয়ে নিতে থানায় যান জজ মিয়া ও তার সহযোগীরা। থানায় উপস্থিত হয়েই তিনি হাজতে থাকা নাদিম সরকারের সঙ্গে দেখা করার অনুমতি চান। তবে কর্তব্যরত পুলিশ কনস্টেবল সবুজ মিয়া এতে বাধা দিলে জজ মিয়া ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালান।

পরে থানায় উপস্থিত পুলিশ সদস্যরা কনস্টেবল সবুজ মিয়াকে উদ্ধার করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় জজ মিয়া আরও উত্তেজিত হয়ে পুলিশকে হুমকি দেন এবং নাদিম সরকারকে ছেড়ে দেওয়ার দাবি জানান।

এ ঘটনায় আহত কনস্টেবল সবুজ মিয়া বাদী হয়ে জজ মিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, জজ মিয়া একজন চিহ্নিত সন্ত্রাসী। স্বেচ্ছাসেবক দলের উপজেলা কমিটির সদস্য সচিব হওয়ার পর থেকে তার অপরাধমূলক কর্মকাণ্ড আরও বেড়ে যায়। তার বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “কর্তব্যরত পুলিশ সদস্যকে লাঞ্ছিত করা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”