তেজগাঁও শিল্পাঞ্চলে বিএনপির আনন্দ মিছিল
- সময় ০৭:১৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
- / 36
ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক আমিনুল হক ও সদস্য সচিব হাজী মোস্তফা জামানকে নির্বাচিত করায় আনন্দ মিছিল করেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আনন্দ মিছিলে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মৎসজীবী দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
মঙ্গলবার আনন্দ মিছিলে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে, মিছিলটি নিয়ে তেজগাঁও কলোনী বাজার থেকে আহসান উল্লাহ ইউনিভার্সিটি হয়ে বেগুনবাড়ি ট্রাক স্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক ইঞ্জিঃ মাসুদুর রহমান মাসুদ ভিপি, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ কুরাইশী আসাদ, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরীসহ যুবদলের ঢাকা মহানগর উত্তরের নেতা শহিদুল ইসলাম মুন্না , জি এম রফিক, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক আল-আমিন। এছাড়া আরও উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির নেতাকর্মীরা।