তেঁতুলতলা থেকে মহিলা আ. লীগের নেত্রী গ্রেপ্তার

- সময় ০৭:৫৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
- / 3
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও শেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য আয়েশা সিদ্দিকা রুপালিকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ঝিনাইগাতী উপজেলার তেঁতুলতলা বাজারের নিজ বাড়ি থেকে শুক্রবার ভোরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আয়েশা সিদ্দিকা রুপালি তেঁতুলতলার বাসিন্দা আব্দুর রহিম পাগলার মেয়ে বলে জানা গেছে।
পুলিশ জানায়, আয়শা আক্তার রুপালির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় দায়েরকৃত একটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। ওই মামলার আসামি হিসেবে তাকে পুলিশ শুক্রবার ভোরে তেঁতুলতলা বাজারের নিজ বাড়িতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। অভিযোগ আছে রুপালি সাবেক আওয়ামী লীগের অনেক প্রভাবশালী এমপি ও নেতাদের সঙ্গে সখ্যতা থাকায় অনেক সুযোগ সুবিধা আদায় করে নেন।
ঝিনাইগাতী থানার ওসি আল-আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited