তুই বলায় যুবককে কুপিয়ে হত্যা | Bangla Affairs
০৫:২২ অপরাহ্ন, রবিবার, ৩০ মার্চ ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

তুই বলায় যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
  • সময় ১২:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
  • / 14

কুপিয়ে হত্যা (প্রতীকী ছবি)

ময়মনসিংহে তুই বলাকে কেন্দ্র করে মো. সাজিদ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শহরের হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাজিদ মিয়া হামিদ উদ্দিন রোডের বাসিন্দা আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনার কাজে সহযোগিতা করতেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি, সাজিদসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় মন্টিকে তুই বলায় সাজিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার জাঁতি এনে সজীবকে কুপিয়ে আহত করে।

স্বজনদের আহাজারি
স্বজনদের আহাজারি

স্থানীয়রা সাজিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ঘটনার পরপরই ঘাতক পালিয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে নিহত সাজিদের চাচা নূরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।

শেয়ার করুন

তুই বলায় যুবককে কুপিয়ে হত্যা

সময় ১২:১১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

ময়মনসিংহে তুই বলাকে কেন্দ্র করে মো. সাজিদ (২০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে শহরের হামিদ উদ্দিন রোডে এই হত্যাকাণ্ড ঘটে। কোতোয়ালি মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সাজিদ মিয়া হামিদ উদ্দিন রোডের বাসিন্দা আবুল কামাল আজাদের ছেলে। তিনি বাবার হোটেল পরিচালনার কাজে সহযোগিতা করতেন।

পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, বুধবার রাতে হামিদ উদ্দিন রোডের শফিক মিয়ার ছেলে মন্টি, সাজিদসহ কয়েকজন আড্ডা দিচ্ছিলেন। এ সময় মন্টিকে তুই বলায় সাজিদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে মন্টি দোকান থেকে সুপারি কাটার জাঁতি এনে সজীবকে কুপিয়ে আহত করে।

স্বজনদের আহাজারি
স্বজনদের আহাজারি

স্থানীয়রা সাজিদকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ঘটনার পরপরই ঘাতক পালিয়েছে। তাকে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান শুরু হয়েছে। তবে এই হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে নিহত সাজিদের চাচা নূরু মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।