ঢাকা ০৭:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ১৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

তিতুমীরের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢামেক

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৪:১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 3

তিতুমীরের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢামেক

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবিতে ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘসময় খাবার ও পানীয় গ্রহণ না করায় দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

শুক্রবার রাতের দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

অসুস্থ দুই শিক্ষার্থী হলেন, তিতুমীর কলেজের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান।

আহত শিক্ষার্থীদের সহপাঠী হাবিবুল্লাহ রনি বলেন, ‘আমাদের এ দুই শিক্ষার্থী গতকালও (বৃহস্পতিবার) অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আজ পুনরায় তারা কলেজে ফিরে অনশন শুরু করলে আবারো তারা অসুস্থ হয়ে পড়ে। পরে রাতের দিকে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’

‘শাটডাউন তিতুমীর’ কর্মসূচিতে কলেজ শিক্ষার্থীরা
‘ তিতুমীর’  কলেজকে বিশ্ববিদ্যালয়ের ব্যানার

তিনি আরও জানান, তিতুমীর কলেজ পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে এই অনশন চলছে। এখন পর্যন্ত আমাদের ১০/১২ জন অনশনরত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মহাখালী তিতুমীর কলেজ থেকে দুই শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুজনকে মেডিসিন ওয়ার্ডে পাঠিয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।

সূত্র: বাংলা ট্রিবিউন

শেয়ার করুন

তিতুমীরের দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে ঢামেক

সময় ০৪:১০:০৫ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবিতে ৪৮ ঘণ্টার বেশি সময় ধরে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘসময় খাবার ও পানীয় গ্রহণ না করায় দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

শুক্রবার রাতের দিকে গুরুতর অসুস্থ অবস্থায় তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়।

অসুস্থ দুই শিক্ষার্থী হলেন, তিতুমীর কলেজের বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রানা আহমেদ ও গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রায়হান।

আহত শিক্ষার্থীদের সহপাঠী হাবিবুল্লাহ রনি বলেন, ‘আমাদের এ দুই শিক্ষার্থী গতকালও (বৃহস্পতিবার) অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে আজ পুনরায় তারা কলেজে ফিরে অনশন শুরু করলে আবারো তারা অসুস্থ হয়ে পড়ে। পরে রাতের দিকে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে।’

‘শাটডাউন তিতুমীর’ কর্মসূচিতে কলেজ শিক্ষার্থীরা
‘ তিতুমীর’  কলেজকে বিশ্ববিদ্যালয়ের ব্যানার

তিনি আরও জানান, তিতুমীর কলেজ পুর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে এই অনশন চলছে। এখন পর্যন্ত আমাদের ১০/১২ জন অনশনরত শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। রাষ্ট্র যতক্ষণ পর্যন্ত দাবি মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মহাখালী তিতুমীর কলেজ থেকে দুই শিক্ষার্থীকে অসুস্থ অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। পরে জরুরি বিভাগের চিকিৎসক তাদের দুজনকে মেডিসিন ওয়ার্ডে পাঠিয়েছে। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।

সূত্র: বাংলা ট্রিবিউন