তিতুমীরের কর্মসূচী স্থগিত, ট্রেন চলাচাল শুরু

- সময় ১০:৪২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
- / 47
টানা ছয় দিনের আন্দোলন, অবরোধে পর শিক্ষা মন্ত্রণালয়র আশ্বাসে কর্মসূচী স্থগিত করেছে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা।এ ঘোষণার পর কমলাপুর থেকে সারাদেশে ট্রেন চলাচল শুরু হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডলের উপস্থিতিতে তারা আমরণ অনশন ভেঙে এ সিদ্ধান্তের কথা জানান।
শিক্ষার্থীরা বলেন, আবাসন, পরিবহন, শিক্ষক নিয়োগ, ল্যাব স্থাপনের আশ্বাসের প্রেক্ষিতে আগামী ৭ দিনের জন্য কর্মসূচী স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা অবরোধ তুলে নেওয়ায় কমলাপুর থেকে ট্রেন চলাচলের ঘোষণা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
এসময় শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো নুরুজ্জামান বলেন, হল, পরিবহন, অবকাঠামোর বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেয়া হবে। টিএনটির জমিতে আবাসিক হল করা হবে। এছাড়াও আগামী ৭ দিনের মধ্যে পিএইচডি শিক্ষকদের পোস্টিংসহ আসন সংখ্যা যৌক্তিক পর্যায়ে আনা ও সেমিস্টার চালুর বিষয়ে উদ্যোগ নেয়া হবে।
তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাস বর্জনসহ বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়।
তবে এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনসহ বিভিন্ন কর্মসূচী পালনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। আজ সোমবারও ষষ্ঠ দিনের মতো অনশন করেন কয়েকজন শিক্ষার্থী।
একইসঙ্গে মহাখালী এলাকায় শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ছিলো।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি চার প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়েছিল।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited