০২:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
রমজানের পর আরো সক্রিয় হওয়ার ঘোষণা

তাল মিলাতে না পারলে হারিয়ে যাবে কালের গর্ভে: নাহিদ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
  • সময় ১০:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
  • / 7

বরিশালে মতবিনিময় সভায় নাহিদ ইসলাম

পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে না পারলে কালের গর্ভে হারিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক প্রধান নাহিদ ইসলাম। একই সঙ্গে রমজানের পর আরো সক্রিয় হবার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “যারা পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে পারবে না, তারা ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাবে। আমাদের গণঅভ্যুত্থান এবং চলমান আন্দোলনের মূল লক্ষ্য হলো পুরোনো রাজনৈতিক কাঠামো পরিবর্তন করে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা। পরিবর্তন, সংস্কার ও ন্যায়ের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা চাই না পুরোনো ধাঁচের রাজনীতি। আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ছাত্র-জনতার আত্মত্যাগের ফল। এই স্বাধীনতা রক্ষায় ছাত্র-জনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে আমাদেরও সচেতন থাকতে হবে, যেন কোনো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তি আমাদের সংগঠনে প্রবেশ করতে না পারে। আমরা চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে আপসহীন থাকব।”

নাহিদ ইসলাম বলেন, “প্রথমে আমাদের নিজেদের পরিশুদ্ধ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে যারা কাজ করেছেন, তারা নতুনভাবে সংগঠিত হবেন। জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন গড়ে উঠছে, যেখানে আপনাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তন এসেছে বিপ্লবী ছাত্র-জনতার হাত ধরে। এই পরিবর্তনের ধারাকে সামনে এগিয়ে নেওয়া আমাদের ঐতিহাসিক দায়িত্ব।”

তিনি বলেন, “দায়িত্ববোধ থেকেই আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। এটি একটি নতুন রাজনৈতিক দল, যা পরিবর্তনের সূচনা করতে চায়। আমার কাছে ক্ষমতার চেয়ে জনগণ বেশি গুরুত্বপূর্ণ। সেই দায়বদ্ধতা থেকেই আমি রাজপথে নেমেছি।”

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে জানিয়েছে, আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতেই নির্বাচনে অংশ নেব। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়। আমরা ন্যূনতম সংস্কারের পক্ষে নই, আমাদের প্রয়োজন মৌলিক ও গুণগত সংস্কার, যা বর্তমান সরকারের সময়েই বাস্তবায়ন করতে হবে।”

তিনি বলেন, “আমাদের গণঅভ্যুত্থান ও চলমান আন্দোলন পুরোনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটিয়ে নতুন কাঠামো প্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদ পিছু হটলেও পুরোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পুরোনো ধ্যানধারণা রয়েছে। আমরা নতুনত্ব গ্রহণ করতে চাই এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন দিনের দিকে এগিয়ে যেতে চাই। যারা পরিবর্তন চায়নি, তারা ইতিহাস থেকে বিদায় নিয়েছে।”

তিনি আরও বলেন, “যারা বিজ্ঞ রাজনীতিবিদ, যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত, তাদের উচিত জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে নিজেদের সংহত করা।”

জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “রমজানের পরে আমরা আরও সক্রিয় হব। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সংগঠনের অভ্যন্তরে কোনো সুবিধাবাদী গোষ্ঠী যাতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। নতুন রাজনীতিতে আগ্রহীদের পরিকল্পিতভাবে চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে, মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, তারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। জনগণকে এসব বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই।”

নাহিদ ইসলাম বলেন, “ছাত্র-জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য। এই প্রতিশ্রুতি সরকার ও আমাদের উভয়েরই রয়েছে। আমরা বিশ্বাস করি, নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার ও দৃশ্যমান বিচার নিশ্চিত করে আমরা নির্বাচনের দিকে যেতে পারব।”

তিনি বলেন, “জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমরা এই ঐক্যমত ধরে রাখব। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপোস করা হবে না। আমাদের ঐক্যের ভিত্তি হলো জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন।”

শেয়ার করুন

রমজানের পর আরো সক্রিয় হওয়ার ঘোষণা

তাল মিলাতে না পারলে হারিয়ে যাবে কালের গর্ভে: নাহিদ

সময় ১০:৫৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫

পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে না পারলে কালের গর্ভে হারিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক প্রধান নাহিদ ইসলাম। একই সঙ্গে রমজানের পর আরো সক্রিয় হবার ঘোষণা দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বরিশাল ক্লাব মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “যারা পরিবর্তনের সঙ্গে তাল মিলাতে পারবে না, তারা ইতিহাসের অতল গহ্বরে হারিয়ে যাবে। আমাদের গণঅভ্যুত্থান এবং চলমান আন্দোলনের মূল লক্ষ্য হলো পুরোনো রাজনৈতিক কাঠামো পরিবর্তন করে নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা। পরিবর্তন, সংস্কার ও ন্যায়ের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা চাই না পুরোনো ধাঁচের রাজনীতি। আমরা নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ছাত্র-জনতার আত্মত্যাগের ফল। এই স্বাধীনতা রক্ষায় ছাত্র-জনতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে আমাদেরও সচেতন থাকতে হবে, যেন কোনো অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তি আমাদের সংগঠনে প্রবেশ করতে না পারে। আমরা চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে আপসহীন থাকব।”

নাহিদ ইসলাম বলেন, “প্রথমে আমাদের নিজেদের পরিশুদ্ধ করতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে যারা কাজ করেছেন, তারা নতুনভাবে সংগঠিত হবেন। জাতীয় নাগরিক পার্টির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন গড়ে উঠছে, যেখানে আপনাদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ একটি পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই পরিবর্তন এসেছে বিপ্লবী ছাত্র-জনতার হাত ধরে। এই পরিবর্তনের ধারাকে সামনে এগিয়ে নেওয়া আমাদের ঐতিহাসিক দায়িত্ব।”

তিনি বলেন, “দায়িত্ববোধ থেকেই আমরা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছি। এটি একটি নতুন রাজনৈতিক দল, যা পরিবর্তনের সূচনা করতে চায়। আমার কাছে ক্ষমতার চেয়ে জনগণ বেশি গুরুত্বপূর্ণ। সেই দায়বদ্ধতা থেকেই আমি রাজপথে নেমেছি।”

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “জাতীয় নাগরিক পার্টি স্পষ্টভাবে জানিয়েছে, আমরা দৃশ্যমান বিচার এবং রাষ্ট্রের মৌলিক সংস্কারের ভিত্তিতেই নির্বাচনে অংশ নেব। গণপরিষদ নির্বাচন ছাড়া নতুন সংবিধান বা সংবিধানের মৌলিক সংস্কার সম্ভব নয়। আমরা ন্যূনতম সংস্কারের পক্ষে নই, আমাদের প্রয়োজন মৌলিক ও গুণগত সংস্কার, যা বর্তমান সরকারের সময়েই বাস্তবায়ন করতে হবে।”

তিনি বলেন, “আমাদের গণঅভ্যুত্থান ও চলমান আন্দোলন পুরোনো রাজনৈতিক কাঠামোর পরিবর্তন ঘটিয়ে নতুন কাঠামো প্রতিষ্ঠার জন্য। ফ্যাসিবাদ পিছু হটলেও পুরোনো রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো পুরোনো ধ্যানধারণা রয়েছে। আমরা নতুনত্ব গ্রহণ করতে চাই এবং জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে নতুন দিনের দিকে এগিয়ে যেতে চাই। যারা পরিবর্তন চায়নি, তারা ইতিহাস থেকে বিদায় নিয়েছে।”

তিনি আরও বলেন, “যারা বিজ্ঞ রাজনীতিবিদ, যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে জড়িত, তাদের উচিত জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে নিজেদের সংহত করা।”

জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, “রমজানের পরে আমরা আরও সক্রিয় হব। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং সংগঠনের অভ্যন্তরে কোনো সুবিধাবাদী গোষ্ঠী যাতে প্রবেশ করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। নতুন রাজনীতিতে আগ্রহীদের পরিকল্পিতভাবে চরিত্রহননের চেষ্টা করা হচ্ছে, মিথ্যা অভিযোগ আনা হচ্ছে, তারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। জনগণকে এসব বিভ্রান্তিকর প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাই।”

নাহিদ ইসলাম বলেন, “ছাত্র-জনতা রক্ত দিয়ে এই সরকারকে এনেছে পরিবর্তনের জন্য এবং বিচার পাওয়ার জন্য। এই প্রতিশ্রুতি সরকার ও আমাদের উভয়েরই রয়েছে। আমরা বিশ্বাস করি, নির্ধারিত সময়ের মধ্যেই সংস্কার ও দৃশ্যমান বিচার নিশ্চিত করে আমরা নির্বাচনের দিকে যেতে পারব।”

তিনি বলেন, “জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমরা এই ঐক্যমত ধরে রাখব। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আপোস করা হবে না। আমাদের ঐক্যের ভিত্তি হলো জুলাই গণঅভ্যুত্থান, শহীদদের আকাঙ্ক্ষা, বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন।”