০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

তারেকের ভিডিও বার্তা: তিস্তা রক্ষা আন্দোলনে নতুন মাত্রা

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম
  • সময় ০৬:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫
  • / 87

জাগো বাহে তিস্তা বাঁচাই কমিটির সংবাদ সম্মেলন

জাগো বাহে তিস্তা বাঁচাই”—এই স্লোগানকে সামনে রেখে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সমন্বয়ক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, তিস্তা নদী রক্ষা কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান, চলতি মাসের ১৭-১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে দুই দিনব্যাপী লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হবে। এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচিতে বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মাধ্যমে তিস্তা রক্ষা আন্দোলন নতুন মাত্রা পাবে বলে আশা করছেন নেতারা। রংপুর বিভাগের তিস্তা পাড়ের ১০টি স্থানে এই কর্মসূচি পালিত হবে।

শেয়ার করুন

তারেকের ভিডিও বার্তা: তিস্তা রক্ষা আন্দোলনে নতুন মাত্রা

সময় ০৬:১৬:০৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৫

জাগো বাহে তিস্তা বাঁচাই”—এই স্লোগানকে সামনে রেখে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের কুড়িগ্রাম জেলা কমিটির সমন্বয়ক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, তিস্তা নদী রক্ষা কমিটির সদস্য ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা জানান, চলতি মাসের ১৭-১৮ ফেব্রুয়ারি তিস্তা নদীর তীরবর্তী অঞ্চলে দুই দিনব্যাপী লাগাতার অবস্থান কর্মসূচি পালিত হবে। এ সময় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

উল্লেখযোগ্য বিষয় হলো, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কর্মসূচিতে বক্তব্য রাখবেন। তার বক্তব্যের মাধ্যমে তিস্তা রক্ষা আন্দোলন নতুন মাত্রা পাবে বলে আশা করছেন নেতারা। রংপুর বিভাগের তিস্তা পাড়ের ১০টি স্থানে এই কর্মসূচি পালিত হবে।