গিভ এন্ড টেক প্রথা
সানি লিওনের সেই তাপস কেন গ্রেপ্তার?
- সময় ০২:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ৪ নভেম্বর ২০২৪
- / 308
গানভিত্তিক দেশের একমাত্র বেসরকারি টেলিভিশন স্টেশন ‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত ৩টার দিকে উত্তরার তাপসের বাসার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন উত্তরা পূর্ব থানার ওসি মহিবুল্লাহ। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানাননি ওসি। সঙ্গীত সুরকার, প্রযোজক ও গায়ক তাপসের হাত ধরে দেশি-বিদেশি কণ্ঠশিল্পী ও বাদ্যযন্ত্রীদের সমন্বয়ে গানবাংলার সংগীতের আন্তর্জাতিক উদ্যোগ ‘উইন্ড অব চেঞ্জ’ দেশে ও দেশের বাইরে বিশেষভাবে আলোচিত হয়।
২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’ চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ সুরকার বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তাপস। তিনি দাদাসাহেব ফালকে এক্সিলেন্স অ্যাওয়ার্ড পান ২০১৮ সালে।
আওয়ামী লীগ সরকার পতনের দিন ৫ অগাস্ট ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে ঢাকার প্রগতি সরণির ‘গান বাংলা’র কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেওয়া হয়। ১০ তলা ভবনের বেশিরভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্র ছিল। সব মিলিয়ে সেদিন কয়েক কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির শিকার হয় চ্যানেলটি।
সেদিন তাপস ফেসবুকে লিখেছেন, ‘জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নেই দৈনিক। আমি তাপস।’
উল্লেখ্য, গান বাংলার কর্ণধার কৌশিক হোসেন তাপস আওয়ামী সংস্কৃতি অঙ্গনের আস্থাভাজন হিসেবে বেশ পরিচিত। দেশত্যাগী শেখ হাসিনার সাবেক ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকনের মাধ্যমে কাছাকাছিও পৌঁছে যান তিনি। ফলে সরকারি সাংস্কৃতিক কর্মকাণ্ড আয়োজনের দায়িত্ব পেতেন কৌশিক হোসেন তাপস। বিনিময়ে গিভ এন্ড টেক প্রথাও চালু রেখেছিলেন বলে অনেকেই অভিযোগ করেছেন তাপসের বিরুদ্ধে।
দেশব্যাপী ব্যায়বহুল উন্নয়ন কনসার্ট আয়োজনের দায়িত্বও ছিল তার। সরকারি পৃষ্ঠপোষকতায় তাপস বেশ আকর্ষণীয় কর্মকাণ্ডও করেছেন। কিন্তু ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের আগেই নিজের অবস্থান পরিবর্তন করে ফেলেন নানা কেলেংকারিতে জড়িত গান বাংলার তাপস। গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের পক্ষে নগ্ন দালালি করলেও তিনি শেষ পর্যন্ত উল্টো পথে হাঁটতে শুরু করেন।
আওয়ামী লীগের আস্থাভাজনদের কাছে চাইলে তারা বলেন, আওয়ামী লীগ সরকারে অন্যতম আস্থাভাজন হয়ে তাপসের এই দূরে সরে অনেকেই মানতে পারছেন না। আওয়ামী লীগের অনেকেই ক্ষোভও প্রকাশ করছেন।
কৌশিক হোসেন তাপস সরকারি প্রভাবশালী মহলের সঙ্গে চলতেন। একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য বাংলাদেশে আসার ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল বলিউড অভিনেত্রী সানি লিওনের। তার নিষেধাজ্ঞার বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে বক্তব্যও দেওয়া হয়। কিন্তু তাপস তৎকালীন তথ্যমন্ত্রীর বক্তব্যকে পাশ কাটিয়ে দেশে সানি লিওনকে নিয়ে আসেন। শুধু যে সানি লিওনের সাথে বিতর্ক ছিল তেমনটা নয়। দেশের অনেক নায়িকার সঙ্গে অবৈধ সম্পর্কের অভিযোগ করেছিলেন খোদ তাপসের স্ত্রী মুন্নি।