০৩:২৪ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

তসলিমাকে নিয়ে মামুনুলের কড়া বক্তব্য

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
  • সময় ১১:৩২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫
  • / 33

তসলিমাকে নিয়ে মামুনুলের কড়া বক্তব্য

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তসলিমা নাসরিনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তুলাধোনা করেন।

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে গতকাল মঙ্গলবার রাতে খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে বাংলাদেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন মামুনুল হক। তিনি বলেন, “যারা এই বিতর্কিত লেখিকার প্রতি সহানুভূতি দেখাচ্ছে, মনে রেখো, এ দেশের মানুষ সহনশীল, কিন্তু দুর্বল নয়। শেখ হাসিনার গোড়া যেখানে, তসলিমা নাসরিনের গোড়াও সেখানে।”

তার ভাষ্য, তসলিমা নাসরিন ইসলামবিরোধী অপপ্রচার চালিয়ে দেশের ভেতর অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন।

সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও কঠোর বক্তব্য দেন মামুনুল। তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনার রাজনীতির মূলনীতি বিভাজন ও ষড়যন্ত্র। তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের জনগণ এবং নিজের দল আওয়ামী লীগেরও ক্ষতি করেছেন।”

তিনি আরও বলেন, “বিগত ১৫ বছরে শেখ হাসিনা এমন জায়গায় আওয়ামী লীগকে নিয়ে গেছেন, মানুষ এখন আর আওয়ামী লীগের নাম মুখে নিতে চায় না। তিনি এমনভাবে দলকে ডুবিয়েছেন যে, আত্মমর্যাদাশীল কেউ আর আওয়ামী লীগ করতে পারবে না।”

মামুনুল হক বলেন, “বাংলাদেশ ও ইসলাম একসূত্রে গাঁথা। যারা ইসলামকে সহ্য করতে পারে না, তারাই স্বাধীনতার বিপক্ষের শক্তি। ইসলাম ছাড়া বাংলাদেশ বাঁচবে না, স্বাধীনতাও রক্ষা পাবে না।”

১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা প্রসঙ্গে মামুনুল বলেন, “বাহাত্তরের চেতনা ছিল গোলামির চেতনা। সেই চেতনায় অনুপ্রাণিত হয়েই পঁচাত্তরের ঘটনা ঘটেছে। শেখ মুজিবুর রহমান বাহাত্তরে সংবিধানে ধর্মনিরপেক্ষতা যুক্ত করে বাংলাদেশকে ভারতের কাছে বলি দিয়েছিলেন।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা খেলাফত মজলিসের আহ্বায়ক মুফতি মুহাম্মদ আবুল বাশার। এতে আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীনসহ অন্যান্য নেতারা।

শেয়ার করুন

তসলিমাকে নিয়ে মামুনুলের কড়া বক্তব্য

সময় ১১:৩২:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক তসলিমা নাসরিনকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। একই সঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও তুলাধোনা করেন।

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে গতকাল মঙ্গলবার রাতে খেলাফত মজলিসের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনকে বাংলাদেশে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেন মামুনুল হক। তিনি বলেন, “যারা এই বিতর্কিত লেখিকার প্রতি সহানুভূতি দেখাচ্ছে, মনে রেখো, এ দেশের মানুষ সহনশীল, কিন্তু দুর্বল নয়। শেখ হাসিনার গোড়া যেখানে, তসলিমা নাসরিনের গোড়াও সেখানে।”

তার ভাষ্য, তসলিমা নাসরিন ইসলামবিরোধী অপপ্রচার চালিয়ে দেশের ভেতর অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চালাচ্ছেন।

সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও কঠোর বক্তব্য দেন মামুনুল। তিনি অভিযোগ করেন, “শেখ হাসিনার রাজনীতির মূলনীতি বিভাজন ও ষড়যন্ত্র। তিনি ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের জনগণ এবং নিজের দল আওয়ামী লীগেরও ক্ষতি করেছেন।”

তিনি আরও বলেন, “বিগত ১৫ বছরে শেখ হাসিনা এমন জায়গায় আওয়ামী লীগকে নিয়ে গেছেন, মানুষ এখন আর আওয়ামী লীগের নাম মুখে নিতে চায় না। তিনি এমনভাবে দলকে ডুবিয়েছেন যে, আত্মমর্যাদাশীল কেউ আর আওয়ামী লীগ করতে পারবে না।”

মামুনুল হক বলেন, “বাংলাদেশ ও ইসলাম একসূত্রে গাঁথা। যারা ইসলামকে সহ্য করতে পারে না, তারাই স্বাধীনতার বিপক্ষের শক্তি। ইসলাম ছাড়া বাংলাদেশ বাঁচবে না, স্বাধীনতাও রক্ষা পাবে না।”

১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা প্রসঙ্গে মামুনুল বলেন, “বাহাত্তরের চেতনা ছিল গোলামির চেতনা। সেই চেতনায় অনুপ্রাণিত হয়েই পঁচাত্তরের ঘটনা ঘটেছে। শেখ মুজিবুর রহমান বাহাত্তরে সংবিধানে ধর্মনিরপেক্ষতা যুক্ত করে বাংলাদেশকে ভারতের কাছে বলি দিয়েছিলেন।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা খেলাফত মজলিসের আহ্বায়ক মুফতি মুহাম্মদ আবুল বাশার। এতে আরও বক্তব্য দেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীনসহ অন্যান্য নেতারা।