০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

তরুণরা নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত: ড. ইউনূস

সিনিয়র প্রতিবেদক
  • সময় ০১:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫
  • / 48

তরুণেরা নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত: ড. ইউনূস

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা এখন নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। আজ (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক–২০২৫ হস্তান্তর অনুষ্ঠানে এক ভাষণে তিনি এ কথা জানান।

ড. ইউনূস বলেন, “আমরা আজ অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে বেশি দুঃসাহসী। তাঁরা নতুন বাংলাদেশ গড়ার মতোই একটি নতুন পৃথিবী তৈরির স্বপ্ন দেখে, এবং সেই পৃথিবী গড়তে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত।”

তিনি আরও বলেন, “তরুণরা ঘুনে ধরা, আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে নতুন সভ্যতা গড়তে চায়। এমন সভ্যতা যেখানে পৃথিবীর সকল সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে, এবং প্রতিটি মানুষের স্বপ্নের বাস্তবায়ন নিশ্চিত করা হবে। এই সভ্যতার লক্ষ্য হবে পৃথিবী এবং তার উপর বসবাসকারী সকল প্রাণীর সুস্বাস্থ্য এবং অস্তিত্ব রক্ষা করা।”

ড. ইউনূস তরুণদের এই স্বপ্নের আশু বাস্তবায়ন কামনা করেন এবং একুশে পদক প্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “আজ জাতির পক্ষ থেকে যাঁরা একুশে পদকে ভূষিত হয়েছেন, তাঁদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ।”

প্রধান উপদেষ্টা দেশের জন্য অবদান রাখা বরেণ্য ব্যক্তিত্বদের একুশে পদকে ভূষিত করার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বিজয়ের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে।”

ড. ইউনূস একুশে ফেব্রুয়ারির গুরুত্ব তুলে ধরে বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। এটি আমাদের স্বাধিকার চেতনার প্রাণপ্রবাহ। ১৯৫২ সালের এই ফেব্রুয়ারিতে ভাষার অধিকার রক্ষায় ছাত্ররা বুকের রক্ত ঢেলে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এই আন্দোলন আমাদের স্বাধিকার চেতনার এক নতুন জাগরণ সৃষ্টি করেছিল।”

শেয়ার করুন

তরুণরা নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত: ড. ইউনূস

সময় ০১:৫৪:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা এখন নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। আজ (২০ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক–২০২৫ হস্তান্তর অনুষ্ঠানে এক ভাষণে তিনি এ কথা জানান।

ড. ইউনূস বলেন, “আমরা আজ অতীতের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী, উদ্যমী এবং সৃজনশীল। আমাদের তরুণ প্রজন্মের স্বপ্ন অতীতের যেকোনো প্রজন্মের স্বপ্নের চেয়ে বেশি দুঃসাহসী। তাঁরা নতুন বাংলাদেশ গড়ার মতোই একটি নতুন পৃথিবী তৈরির স্বপ্ন দেখে, এবং সেই পৃথিবী গড়তে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত। ছেলেরাও প্রস্তুত, মেয়েরাও প্রস্তুত।”

তিনি আরও বলেন, “তরুণরা ঘুনে ধরা, আত্মবিনাশী সভ্যতার বন্ধনমুক্ত হয়ে নতুন সভ্যতা গড়তে চায়। এমন সভ্যতা যেখানে পৃথিবীর সকল সম্পদের ওপর প্রতিটি মানুষের সমান অধিকার থাকবে, এবং প্রতিটি মানুষের স্বপ্নের বাস্তবায়ন নিশ্চিত করা হবে। এই সভ্যতার লক্ষ্য হবে পৃথিবী এবং তার উপর বসবাসকারী সকল প্রাণীর সুস্বাস্থ্য এবং অস্তিত্ব রক্ষা করা।”

ড. ইউনূস তরুণদের এই স্বপ্নের আশু বাস্তবায়ন কামনা করেন এবং একুশে পদক প্রাপ্তদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, “আজ জাতির পক্ষ থেকে যাঁরা একুশে পদকে ভূষিত হয়েছেন, তাঁদের অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ।”

প্রধান উপদেষ্টা দেশের জন্য অবদান রাখা বরেণ্য ব্যক্তিত্বদের একুশে পদকে ভূষিত করার প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “গত ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। এই বিজয়ের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ গড়ার সুযোগ এসেছে।”

ড. ইউনূস একুশে ফেব্রুয়ারির গুরুত্ব তুলে ধরে বলেন, “একুশে ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয়ের অবিনাশী স্মারক। এটি আমাদের স্বাধিকার চেতনার প্রাণপ্রবাহ। ১৯৫২ সালের এই ফেব্রুয়ারিতে ভাষার অধিকার রক্ষায় ছাত্ররা বুকের রক্ত ঢেলে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। এই আন্দোলন আমাদের স্বাধিকার চেতনার এক নতুন জাগরণ সৃষ্টি করেছিল।”