তদন্তের জালে আটকা ডিপিডিসির ইমরোজ

- সময় ০৭:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫
- / 17
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি)’র সহকারী প্রকৌশলী ইমরোজ আলী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দোসর হিসাবে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ উঠেছে। ৫ আগস্ট পরবর্তী সময়েও তিনি থেমে নেই। তার বিরুদ্ধে বাংলা অ্যাফেয়ার্সের সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে সংস্থাটি। তদন্ত কমিটির জালে আটকা পড়েছেন ইমরোজ। এবার তদন্ত কমিটি গঠন করেছে ডিপিডিসি।
১৮ মার্চ ডিপিডিসির সুপারিনটেনডেন্ট ইঞ্জিনিয়ার মহিউল আলমকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুই সদস্য হলেন, ম্যানেজার আরমান হোসেন খন্দকার এবং শাহ মোহাম্মদ ওয়াহাব।
বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির ব্যবস্থাপণা পরিচালক প্রকৌশলী আবদুল্লাহ নোমান ও নির্বাহী পরিচালক (এডমিন এন্ড এইচআর) সোনা মনি চাকমা।
কমিটিকে ৭ কর্মদিবসের মধ্যে (ডিপিডিসি)’র বিতর্কিত সহকারী প্রকৌশলী ইমরোজ আলীর বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।
ডিপিডিসি সূত্র জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস ও সাবেক এমপি সাইফুজ্জামান শেখরের ঘনিষ্ঠ সহচর হওয়ার সুবাদে ইমরোজের হাতে পুরো ডিপিডিসির নিয়ন্ত্রণ চলে যায়। নড়াইলের বাসিন্দা হওয়ায় শেখরের সঙ্গে তার ছিল গভীর সখ্যতা, যা কাজে লাগিয়ে তিনি নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীদের চাপ প্রয়োগ করতেন। অভিযোগ রয়েছে, গ্রাহকদের ফাইল আটকে রেখে জোরপূর্বক তার কোম্পানি থেকেই মালামাল ক্রয় করতে বাধ্য করা হতো। ব্যবসায়ীরা অভিযোগ করেন, ডিপিডিসিতে ইমরোজ আলীর কোম্পানি ছাড়া অন্য কেউ সাব-স্টেশন ব্যবসার সুযোগ পান না। নিম্নমানের হলেও তার কোম্পানির ট্রান্সফরমার ছাড়া কোনো ফাইল অনুমোদিত হয় না। অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতিতে দক্ষ এই উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে নানা অভিযোগ দীর্ঘদিন ধরেই উঠে আসছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited