০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ৯ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকা ইস্যুতে নয়াদিল্লিকে সতর্ক করলেন শশী থারুর

নিউজ ডেস্ক
  • সময় ১০:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫
  • / 51

শশী থারুর (ফাইল ছবি)

বাংলাদেশ ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান শশী থারুর। তিনি বলেছেন, নয়াদিল্লির উচিত স্পষ্ট করা যে, তারা কোনও নির্দিষ্ট দল বা সম্প্রদায়ের পক্ষপাতিত্ব না করে বাংলাদেশের সব জনগণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি) এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শশী থারুর বলেন, “বাংলাদেশে যা ঘটছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার। কারণ, প্রতিবেশী দেশটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সেখানে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে, তাহলে ভারত ঝুঁকির মুখে পড়তে পারে।”

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে শশী থারুরের মতামত

শশী থারুর বলেন, “ভারতকে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে সব পর্যায়ে এই বার্তা দেওয়া উচিত যে, আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের সকল জনগণের প্রতি। আমাদের এমন কিছু করা উচিত নয়, যা অভ্যন্তরীণ হস্তক্ষেপের ইঙ্গিত দেয়।”

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছে।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে শশী থারুর বলেন, “এটি ভারতের আতিথেয়তার নিদর্শন, যা নিয়ে সন্দেহের কিছু নেই।” তবে তিনি স্বীকার করেন, শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য কিছু পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

ভারতকে সাবধানতার সঙ্গে এগোনোর পরামর্শ

থারুর বলেন, “আমাদের এমন কিছু করা উচিত নয়, যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বোঝায় বা কোনও নির্দিষ্ট দলকে সমর্থন করার ইঙ্গিত দেয়। আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত বাংলাদেশের জনগণের কল্যাণ।”

অনুষ্ঠানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়েও আলোচনা হয়। তবে বাংলাদেশ প্রসঙ্গেই থারুর সবচেয়ে বেশি সতর্কতার পরামর্শ দেন।

শেয়ার করুন

ঢাকা ইস্যুতে নয়াদিল্লিকে সতর্ক করলেন শশী থারুর

সময় ১০:৪২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ ইস্যুতে ভারতের কেন্দ্রীয় সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান শশী থারুর। তিনি বলেছেন, নয়াদিল্লির উচিত স্পষ্ট করা যে, তারা কোনও নির্দিষ্ট দল বা সম্প্রদায়ের পক্ষপাতিত্ব না করে বাংলাদেশের সব জনগণের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ।

সোমবার (১০ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে (এফসিসি) এক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। শশী থারুর বলেন, “বাংলাদেশে যা ঘটছে তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা দরকার। কারণ, প্রতিবেশী দেশটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং সেখানে যদি শত্রুভাবাপন্ন সরকার ক্ষমতায় আসে, তাহলে ভারত ঝুঁকির মুখে পড়তে পারে।”

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে শশী থারুরের মতামত

শশী থারুর বলেন, “ভারতকে বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে সব পর্যায়ে এই বার্তা দেওয়া উচিত যে, আমাদের প্রতিশ্রুতি বাংলাদেশের সকল জনগণের প্রতি। আমাদের এমন কিছু করা উচিত নয়, যা অভ্যন্তরীণ হস্তক্ষেপের ইঙ্গিত দেয়।”

গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র ও সাধারণ জনগণের আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ পরিচালনা করছে।

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে শশী থারুর বলেন, “এটি ভারতের আতিথেয়তার নিদর্শন, যা নিয়ে সন্দেহের কিছু নেই।” তবে তিনি স্বীকার করেন, শেখ হাসিনার সাম্প্রতিক মন্তব্য কিছু পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

ভারতকে সাবধানতার সঙ্গে এগোনোর পরামর্শ

থারুর বলেন, “আমাদের এমন কিছু করা উচিত নয়, যা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বোঝায় বা কোনও নির্দিষ্ট দলকে সমর্থন করার ইঙ্গিত দেয়। আমাদের প্রথম অগ্রাধিকার হওয়া উচিত বাংলাদেশের জনগণের কল্যাণ।”

অনুষ্ঠানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন যুক্তরাষ্ট্র সফর নিয়েও আলোচনা হয়। তবে বাংলাদেশ প্রসঙ্গেই থারুর সবচেয়ে বেশি সতর্কতার পরামর্শ দেন।