ঢাকায় সাফজয়ী নারীরা, ছাদ খোলা বাসে সংবর্ধনা

- সময় ০৫:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / 325
টানা দ্বিতীয়বার সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ঢাকায় এসে পৌঁছেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের বরন করতে আগে থেকেই এয়ারপোর্টে প্রস্তুত ছিলো ছাদ খোলা দোতলা বাস। জাতীয় পতাকা আর ফুল দিয়ে সাজানো বাসটির গায়ে লেখা ‘চ্যাম্পিয়ন’। সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলকে বহন করে বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন অভিমুখে যায় বাসটি। ফুটবলাররা শিরোপা নিয়ে বেলা আড়াইটার দিকে কাঠমান্ডু থেকে দেশে ফেরেন।
বুধবার নেপালের কাঠমান্ডুতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশের মেয়েরা।
২০২২ সালে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জিতে দেশে ফেরার পর বিজয়ীদের ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে মতিঝিলের বাফুফে ভবনে নেয়া হয়েছিল।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট জেতা বাংলাদেশ ঢাকায় এসে পৌঁছায়।

অন্যান্য আনুষ্ঠানিকতা সেরে দলটি ছাদখোলা বাসে চড়ে বাফুফে ভবনের দিকে যাত্রা শুরু করে। যেখানে জড়ো হয়েছেন সমর্থকরা। আছেন সাংবাদিকরাও। বাংলাদেশ ফুটবলের কেন্দ্রবিন্দু যে ভবনকে ঘিরে সেই ভবনেই চলবে বাকি আনুষ্ঠানিকতা।
বাফুফে ভবনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।
বিআরটিসি বাসটি খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়েছে। দুই পাশে চ্যাম্পিয়ন দলের ছবিও স্থাপিত হয়েছে। বাসের মাঝখানে ট্রফি নিয়ে থাকছে গ্রুপ ছবি। দুই পাশে দুই টুর্নামেন্ট সেরার ছবি। বাম পাশে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা ও ডান পাশে থাকছে সেরা গোলকিপার রুপনা চাকমার ট্রফি নেওয়ার মুহূর্ত।
এর আগে ২০২২ সালে বিআরটিসির ছাদ খোলা বাসেই সাবিনারা এসেছিলেন বিমানবন্দর থেকে বাফুফে ভবন। এবারও তাই হলো। গতবার এই ব্যয় বহন করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবার সেটা বাফুফে করছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited