ঢাকায় মধ্যরাতের ম্যারাথন নিয়ে এলো ক্যানভাস ইন্টেরিয়র | Bangla Affairs
১১:৪০ অপরাহ্ন, সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকায় মধ্যরাতের ম্যারাথন নিয়ে এলো ক্যানভাস ইন্টেরিয়র

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৬:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 13

ঢাকায় মধ্যরাতের ম্যারাথন নিয়ে এলো ক্যানভাস ইন্টেরিয়র

ঢাকার উত্তরা এবার এক ব্যতিক্রমী অভিজ্ঞতার জন্য প্রস্তুত হচ্ছে, কারণ নাইট রান উত্তরা ১৫কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি মাসের ১৪ তারিখ। ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনন্য মধ্যরাতের ম্যারাথন একত্র করবে অভিজ্ঞ অ্যাথলেট, শৌখিন দৌড়বিদ এবং ফিটনেসপ্রেমীদের, যারা তারার আলোয় এক অসাধারণ দৌড় উপভোগ করতে পারবেন।
আয়োজকরা জানিয়েছেন, সাধারণত দিনের আলোয় ম্যারাথন আয়োজন করা হলেও Night Run Uttara 15K একটু ভিন্নমাত্রার অভিজ্ঞতা দেবে সবাইকে। দৌড়টি শুরু হবে রাত ৩:০০টায়, আর রিপোর্টিং সময় নির্ধারণ করা হয়েছে রাত ২:৩০টায়। এই আয়োজন দৌড়বিদদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি শহরের ক্রীড়া সংস্কৃতির বৈচিত্র্যকেও তুলে ধরবে। সকল দক্ষতার দৌড়বিদদের জন্য ম্যারাথন এই ইভেন্টটি সকল স্তরের দৌড়বিদদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিভিন্ন দূরত্বের দৌড়।

ঢাকায় মধ্যরাতের ম্যারাথন নিয়ে এলো ক্যানভাস ইন্টেরিয়র
ঢাকায় মধ্যরাতের ম্যারাথন নিয়ে এলো ক্যানভাস ইন্টেরিয়র

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি – মেট্রো রেল সেন্টার ট্র্যাক সহ উত্তরার গুরুত্বপূর্ণ স্থানগুলোকে অন্তর্ভুক্ত করে এই দৌড়পথ নির্ধারণ করা হয়েছে, যাতে অংশগ্রহণকারীরা নিরাপদ ও মনোরম পরিবেশে দৌড় উপভোগ করতে পারেন।

এই ইভেন্টে বিজয়ীদের জন্য মোট ৭৮,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীরা নগদ অর্থ পুরস্কার পাবেন। ইভেন্ট এ উপস্থিত থাকবেন ইক্লাব এর প্রেসিডেন্ট ও পেন্টাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম ও ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও এর প্রতিষ্ঠাতা ও সিইও ফরহাদ রেজা।

ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও একটি প্রতিষ্ঠিত ইন্টেরিয়র সার্ভিস প্রোভাউডার কোম্পানি । ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও এই Night Run Uttara 15K ম্যারাথনের ইভেন্ট এর গোল্ড স্পনসর হিসেবে সহযোগিতা করছে। তারা বিশ্বাস করে ঐক্য, সুস্বাস্থ্য, এবং পারস্পরিক অভিজ্ঞতা উদযাপনের মধ্যে একতা রয়েছে, যা বাংলা নববর্ষ উদযাপনের মর্মের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। ক্যনভাস ইন্টেরিয়র স্টুডিও দীর্ঘদিন বাংলাদেশ এ ইন্টেরিয়র সেবা প্রদান করে আসছে। এই বছর ক্যনভাস ইন্টেরিয়র স্টুডিও তাদের ১২ বছর পূর্তি উপলক্ষে বছর জুড়ে বিভিন্ন ইভেন্ট, প্রেগ্রাম ও অফার নিয়ে কাজ করছে।

শেয়ার করুন

ঢাকায় মধ্যরাতের ম্যারাথন নিয়ে এলো ক্যানভাস ইন্টেরিয়র

সময় ০৬:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ঢাকার উত্তরা এবার এক ব্যতিক্রমী অভিজ্ঞতার জন্য প্রস্তুত হচ্ছে, কারণ নাইট রান উত্তরা ১৫কে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি মাসের ১৪ তারিখ। ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই অনন্য মধ্যরাতের ম্যারাথন একত্র করবে অভিজ্ঞ অ্যাথলেট, শৌখিন দৌড়বিদ এবং ফিটনেসপ্রেমীদের, যারা তারার আলোয় এক অসাধারণ দৌড় উপভোগ করতে পারবেন।
আয়োজকরা জানিয়েছেন, সাধারণত দিনের আলোয় ম্যারাথন আয়োজন করা হলেও Night Run Uttara 15K একটু ভিন্নমাত্রার অভিজ্ঞতা দেবে সবাইকে। দৌড়টি শুরু হবে রাত ৩:০০টায়, আর রিপোর্টিং সময় নির্ধারণ করা হয়েছে রাত ২:৩০টায়। এই আয়োজন দৌড়বিদদের জন্য এক রোমাঞ্চকর অভিজ্ঞতা নিশ্চিত করার পাশাপাশি শহরের ক্রীড়া সংস্কৃতির বৈচিত্র্যকেও তুলে ধরবে। সকল দক্ষতার দৌড়বিদদের জন্য ম্যারাথন এই ইভেন্টটি সকল স্তরের দৌড়বিদদের জন্য উন্মুক্ত। অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিভিন্ন দূরত্বের দৌড়।

ঢাকায় মধ্যরাতের ম্যারাথন নিয়ে এলো ক্যানভাস ইন্টেরিয়র
ঢাকায় মধ্যরাতের ম্যারাথন নিয়ে এলো ক্যানভাস ইন্টেরিয়র

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি – মেট্রো রেল সেন্টার ট্র্যাক সহ উত্তরার গুরুত্বপূর্ণ স্থানগুলোকে অন্তর্ভুক্ত করে এই দৌড়পথ নির্ধারণ করা হয়েছে, যাতে অংশগ্রহণকারীরা নিরাপদ ও মনোরম পরিবেশে দৌড় উপভোগ করতে পারেন।

এই ইভেন্টে বিজয়ীদের জন্য মোট ৭৮,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে, যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীরা নগদ অর্থ পুরস্কার পাবেন। ইভেন্ট এ উপস্থিত থাকবেন ইক্লাব এর প্রেসিডেন্ট ও পেন্টাগন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক অন্তু করিম ও ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও এর প্রতিষ্ঠাতা ও সিইও ফরহাদ রেজা।

ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও একটি প্রতিষ্ঠিত ইন্টেরিয়র সার্ভিস প্রোভাউডার কোম্পানি । ক্যানভাস ইন্টেরিয়র স্টুডিও এই Night Run Uttara 15K ম্যারাথনের ইভেন্ট এর গোল্ড স্পনসর হিসেবে সহযোগিতা করছে। তারা বিশ্বাস করে ঐক্য, সুস্বাস্থ্য, এবং পারস্পরিক অভিজ্ঞতা উদযাপনের মধ্যে একতা রয়েছে, যা বাংলা নববর্ষ উদযাপনের মর্মের সঙ্গে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। ক্যনভাস ইন্টেরিয়র স্টুডিও দীর্ঘদিন বাংলাদেশ এ ইন্টেরিয়র সেবা প্রদান করে আসছে। এই বছর ক্যনভাস ইন্টেরিয়র স্টুডিও তাদের ১২ বছর পূর্তি উপলক্ষে বছর জুড়ে বিভিন্ন ইভেন্ট, প্রেগ্রাম ও অফার নিয়ে কাজ করছে।