ঢাকায় জমে উঠেছে নারী উদ্যোক্তাদের আনন্দ মেলা
- সময় ০৪:২৪:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪
- / 195
রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে জমে উঠেছে আনন্দ মেলা। গতকাল ৫ ডিসেম্বর শুরু হয়েছে এ মেলা। চলবে আগামীকাল শনিবার পর্যন্ত। মাত্র ১০ টাকা প্রবেশ ফিতেই যোগ দিচ্ছেন হাজারো ক্রেতা-দর্শনার্থী। প্রতিদিন মেলার প্রবেশপথ সকাল ১০ টা থেকে খোলা থাকে, শেষ হয় রাত ৯ টায়।
শুক্রবার ছুটির দিন দুপুরের পর থেকেই জমতে শুরু করেছে এবারের আনন্দ মেলা। অফিসার্স ক্লাবের নবগঠিত নারী কমিটির আয়োজনে এ মেলা নিয়ে আশাবাদী আয়োজকরা।
বাংলা অ্যাফেয়ার্সকে তারা বলেছেন, গতকাল মেলার প্রথম দিন তেমন সাড়া না পেলেও আজ দর্শনার্থীরা ক্রেতা হিসাবেই আসছেন। সঙ্গে পরিবারের সদস্যদেরও নিয়ে আসছেন। যা আমাদের অনুপ্রাণিত করেছে।
এবারের আনন্দ মেলায় শতাধিক স্টল রয়েছে। সেখানে বুটিক, হ্যান্ডিক্রাফট, বাচ্চাদের খেলনা, জুয়েলারি, বোরখা, পাহাড়ি পণ্য, রিক্সাপেইন্টসহ নানা সামগ্রী।
আনন্দ মেলায় প্রতিষ্ঠিত নারী উদ্যোক্তা ‘আজুরা বাই শান্তা কবির’ এর স্বত্বাধিকারী শান্তা কবির বাংলা অ্যাফেয়ার্সকে বলেন, এমন একটি মেলা আয়োজনের জন্য অফিসার্স ক্লাবের নারী উদ্যোক্তদের ধন্যবাদ জানাই। পাশাপাশি নিজের পরিবারের লোকজনকে নিয়ে মেলাতে কেনাকাটা করার জন্যও নগরবাসীকে আহ্বান জানান। ৩৪ নাম্বার স্টলে মানসম্পন্ন পণ্য পাবেন এটার নিশ্চয়তা দিয়েছেন শান্তা।
গায়িকা মেহজাবিন তুলি বলেন, গতকালই ফেসবুকে আমি দেখেছি এবারের মেলা বিষয়ে। তাই আজ শুক্রবার স্বামী ও দুই সন্তানকে নিয়ে আসছি। এখানে সন্ধ্যা পর্যন্ত থাকবো। অবশ্যই ভালো পণ্য এবং বাজেটে মিললে কেনাকাটা করবো। উত্তরা থেকে অফিসার্স ক্লাবে এসেছি। অবশ্যই কেনাকাটাই আমার মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, এবারের আনন্দ মেলায় একমাত্র পাহাড়ি পণ্যের পসড়া সাজিয়েছে ৪৯ নাম্বার স্টল ফিনারি। স্টলে গেলেই পাওয়া যাবে নান্দনিক সব পণ্য। সেখানে রয়েছে গৃহস্থালির জন্য নানা উপকরণ, এই শীতের বিশেষ আয়োজন হিসাবে পাহাড়ি শাল ও পোশাকাদি রাখা আছে বলে জানিয়েছেন ফিনারির স্বত্বাধিকারী ড চিং চিং। তিনিও সবাইকে এই আনন্দ মেলায় যোগ দিতে আহ্বান জানিয়ে আয়োজকদের ধন্যবাদ দিয়েছেন।