ঢাকায় একদিনে ৭ চোর-ছিনতাইকারীকে গণপিটুনি

- সময় ০৮:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ৯ মার্চ ২০২৫
- / 19
রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল ও চকবাজার এলাকায় ছিনতাই ও চুরির সময় ধরা পড়ে গণপিটুনির শিকার হয়েছেন ৭ জন। রোববার (৯ মার্চ) এসব ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, গণপিটুনিতে আহতরা হলেন—রফিকুল ইসলাম (৩৬), রিপন মিয়া (৪২), রবিউল ইসলাম (৪০), সোহাগ মিয়া (৫৪), মো. তন্ময় (২২), অপু (৩৮) ও আরিফ (৪৫)।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) ফারজানা জানান, দুপুর ১২টার দিকে কোনাপাড়া এলাকায় ছিনতাই করতে গেলে চারজন ছিনতাইকারী জনতার হাতে ধরা পড়েন। পরে তাদের গণধোলাই দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। চিকিৎসা শেষে তাদের থানায় নেওয়া হয়েছে।
বেলা সাড়ে তিনটার দিকে মতিঝিলের এজিবি কলোনির সামনে মোবাইল ছিনতাইয়ের সময় এক যুবক জনতার হাতে ধরা পড়েন। মতিঝিল থানার এসআই সবুর খন্দকার বলেন, “স্থানীয়রা ছিনতাইকারীকে ধরে মারধর করেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।”
চকবাজার এলাকায় চুরি করতে গিয়ে আরও দুইজন গণপিটুনির শিকার হন। স্থানীয়রা তাদের ধরে ফেলে এবং পরে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited