ব্রেকিং:
ডিজেল-কেরোসিনের দাম কমলো

নিজস্ব প্রতিবেদক
- সময় ১০:১২:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
- / 307
লিটার প্রতি ৫০ পয়সা কমানো হয়েছে ডিজেল ও কেরোসিনের দাম। তবে পেট্রল ও অকটেনের দাম অপরিবর্তিত রয়েছে। আগামীকাল ১ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের সঙ্গে সামঞ্জস্য রেখে
স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতি মাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করা হয়।
নভেম্বর মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী দামে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে ডিজেলের বিক্রয় মূল্য
প্রতি লিটারে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কেরোসিনের মূল্যও লিটারে ৫০ পয়সা কমিয়ে ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে অকটেন (লিটার ১২৫ টাকা) ও পেট্রলের (লিটার ১২১ টাকা) অপরিবর্তিত রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited