ডিআরইউতে দুর্বৃত্তদের হামলা, আহত ৩ | Bangla Affairs
০১:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ মার্চ ২০২৫, ১৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ডিআরইউতে দুর্বৃত্তদের হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০৪:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫
  • / 21

ঢাকা রিপোর্টার্স ইউনিটি

সাংবাদিকদের পেশাজীবী সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীর নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এই হামলায় এক সাংবাদিক ও দুই কর্মচারীসহ তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে সাংবাদিক বাবুলের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন— সাংবাদিক বাবুল, ম্যানেজার জহির ও একজন ক্যান্টিন কর্মী।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।

তিনি বলেন, করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও দুর্বৃৃত্তরা এই হামলায় অংশ নেয়। তারা সাংবাদিক বাবুলসহ দুই কর্মীকে মারধর করে। এসময় তাদের সবার হাতে লাঠিসোটা ছিল।

প্রত্যক্ষদর্শী সিকিউরিটি কর্মীরা বলেন, সাংবাদিক বাবুল সকালে ক্লাবে এসেছিলেন। পথে তাকে একা পেয়ে তারা মারধর করে। পরে আরও শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে ছুটে আসে। তারা বাবুলকে একা পেয়ে তার মাথায় লাঠি ও হেলমেট দিয়ে আঘাত করে। এতে তার কানের পর্দা ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আমি ঘটনাটি এখনও জানতে পারিনি। খতিয়ে দেখা হচ্ছে কেনো এই হামলার ঘটনা ঘটেছে। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

ডিআরইউতে দুর্বৃত্তদের হামলা, আহত ৩

সময় ০৪:২৭:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মার্চ ২০২৫

সাংবাদিকদের পেশাজীবী সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীর নেতৃত্বে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। এই হামলায় এক সাংবাদিক ও দুই কর্মচারীসহ তিনজন আহত হয়েছেন। তাদের মধ্যে সাংবাদিক বাবুলের অবস্থা গুরুতর। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন— সাংবাদিক বাবুল, ম্যানেজার জহির ও একজন ক্যান্টিন কর্মী।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।

তিনি বলেন, করতোয়া কুরিয়ার সার্ভিসের কর্মীরা ছাড়াও দুর্বৃৃত্তরা এই হামলায় অংশ নেয়। তারা সাংবাদিক বাবুলসহ দুই কর্মীকে মারধর করে। এসময় তাদের সবার হাতে লাঠিসোটা ছিল।

প্রত্যক্ষদর্শী সিকিউরিটি কর্মীরা বলেন, সাংবাদিক বাবুল সকালে ক্লাবে এসেছিলেন। পথে তাকে একা পেয়ে তারা মারধর করে। পরে আরও শতাধিক লোকজন লাঠিসোটা নিয়ে ছুটে আসে। তারা বাবুলকে একা পেয়ে তার মাথায় লাঠি ও হেলমেট দিয়ে আঘাত করে। এতে তার কানের পর্দা ফেটে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, আমি ঘটনাটি এখনও জানতে পারিনি। খতিয়ে দেখা হচ্ছে কেনো এই হামলার ঘটনা ঘটেছে। এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।