ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে | Bangla Affairs
০৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে

নিজস্ব প্রতিবেদক
  • সময় ০২:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫
  • / 30

ডোনাল্ড ট্রাম্প

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। সে ধারাবাহিকতায় ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল তরুণ। সেখানে ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, এমন স্লোগানও দিয়েছেন প্রতিবাদকারীরা।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।

এদিকে সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। তারা এক প্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। অধিকাংশ মানুষদের তল্লাশি করা হচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ফিলিস্তিনে গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকতে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার তারেক মাহমুদ বলেন, ছাত্র জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুন বাজারের দিকে আসে। এখানে তারা অবস্থান করছে। মিছিল শেষে তারা চলে যাবে।

এর আগে সকাল থেকে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।

এর আগে ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আজ সোমবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপথে নেমে এসেছেন। সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। বিভিন্ন প্রাঙ্গণ ও সড়কে অবস্থান নিয়ে তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং গণহত্যা অবিলম্বে বন্ধের আহ্বান জানান।

শিক্ষার্থীরা বলেন, “গাজায় যা ঘটছে, তা যুদ্ধাপরাধ ছাড়া কিছু নয়। এই হত্যাযজ্ঞ দ্রুত বন্ধ করতে হবে।” তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হওয়ার অনুরোধ জানান। একইসঙ্গে ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে বয়কটের ডাক দেন তারা।

শেয়ার করুন

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে

সময় ০২:৪৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৭ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা কর্মসূচি পালিত হচ্ছে। সে ধারাবাহিকতায় ঢাকার মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ মিছিল করেছে একদল তরুণ। সেখানে ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে, এমন স্লোগানও দিয়েছেন প্রতিবাদকারীরা।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তারা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।

এদিকে সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান নিয়েছেন সেনা সদস্যরা। তারা এক প্রকার মানবপ্রাচীর তৈরি করে রেখেছেন। অধিকাংশ মানুষদের তল্লাশি করা হচ্ছে।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, ফিলিস্তিনে গাজার জয় হবেই হবে। যতদিন এই পৃথিবী থাকতে ততদিন ওই ইসলামের ভূমি ধ্বংস করা যাবে না।

ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ
ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

ডিএমপির গুলশান বিভাগের উপ কমিশনার তারেক মাহমুদ বলেন, ছাত্র জনতা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুন বাজারের দিকে আসে। এখানে তারা অবস্থান করছে। মিছিল শেষে তারা চলে যাবে।

এর আগে সকাল থেকে বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। তারা ‘ফ্রি ফ্রি ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা ফিলিস্তিন ফিলিস্তিন’ বলে স্লোগান দেন।

এর আগে ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আজ সোমবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে রাজপথে নেমে এসেছেন। সকাল থেকেই রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গাজায় ইসরায়েলি হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। বিভিন্ন প্রাঙ্গণ ও সড়কে অবস্থান নিয়ে তারা ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন এবং গণহত্যা অবিলম্বে বন্ধের আহ্বান জানান।

শিক্ষার্থীরা বলেন, “গাজায় যা ঘটছে, তা যুদ্ধাপরাধ ছাড়া কিছু নয়। এই হত্যাযজ্ঞ দ্রুত বন্ধ করতে হবে।” তারা বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে আরও কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সামিল হওয়ার অনুরোধ জানান। একইসঙ্গে ইসরায়েলকে সহায়তাকারী দেশগুলোর বিরুদ্ধে বয়কটের ডাক দেন তারা।