ট্রাইব্যুনালের হাতে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কল রেকর্ড
- সময় ০৩:২০:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫
- / 32
৫ আগস্ট দেশত্যাগ করে ভারতেই অবস্থান করছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের বর্তমান সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তাকে ফিরিয়ে আনতেও জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে ড. ইউনূস সরকার। যদিও ভারতের পক্ষ থেকে বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দেয়ার কথা জানানো হয়নি। এরমধ্যেই খবর এসেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুরুত্বপূর্ণ কল রেকর্ডগুলো জমা হয়েছে।
জুলাই ও আগস্টের গণহত্যায় শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার গুরুত্বপূর্ণ কল রেকর্ড ও গুমের তথ্যপ্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন প্রসিকিউটর তানভীর হাসান জোহা ও বি এম সুলতান মাহমুদ।
প্রসিকিউটররা জানিয়েছেন, গুমের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। তবে ট্রাইব্যুনালে তথ্য প্রদানে অসহযোগিতার অভিযোগ করেছেন তারা।
সংবাদ সম্মেলনে প্রসিকিউটর তানভীর জোহা জানান, গুমের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ মিলেছে। হত্যাকাণ্ডের আলামত গায়েব করতে সব ধরনের আয়োজন করা হয়েছিল।
এদিকে এসব কল রেকর্ডের ফরেনসিক পরীক্ষা করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
প্রসঙ্গত, আন্দোলনে নিহতের সংখ্যা নিয়ে নানা আলাপ হলেও এর প্রকৃত সংখ্যা এখনো নির্ধারণ করা যায়নি। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি তালিকা অনুযায়ী নিহতের সংখ্যা ৭০৮, এর সংখ্যা নির্ধারণে তালিকা তৈরির কাজ চলমান।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited