ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

- সময় ০৪:৩৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
- / 32
কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন উপকূলের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় দুটি ট্রলারসহ ১১ জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। স্থানীয়দের অভিযোগ, মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে বাংলাদেশ জলসীমায় ঢুকে অস্ত্রের মুখে এ অপহরণ সংঘটিত হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, “সেন্টমার্টিনের কাছে বাংলাদেশের জলসীমায় মাছ ধরার সময় হঠাৎ আরাকান আর্মির সদস্যরা সশস্ত্র অবস্থায় এসে দুটি ট্রলারসহ ১১ জেলেকে জিম্মি করে নিয়ে যায়। আমার নিজের একটি ট্রলারও অপহৃত হয়েছে। এছাড়াও আরও দুটি ট্রলার নিখোঁজ রয়েছে বলে শুনেছি, তবে সেগুলোর বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।”
তিনি আরও বলেন, “এই ধরনের বারবারের ঘটনায় জেলে ও মাছ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”
টেকনাফের শাহপরীর দ্বীপ ইউপি সদস্য আবদুল মান্নান বলেন, “ট্রলার ধরে নিয়ে যাওয়ার ঘটনা শুনেছি। তবে কোন ঘাটের নৌকা ছিল তা এখনো জানা যায়নি। আমাদের এলাকার কিছু ট্রলারকেও আরাকান আর্মি ধাওয়া করেছে বলে জানা গেছে।”
এদিকে, টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানিয়েছেন, অপহরণের ঘটনায় বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “ট্রলারসহ জেলে অপহরণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে তাদের দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”
স্থানীয় মাছ ব্যবসায়ী নুরুল কায়েছ বলেন, “জেলেদের এভাবে বারবার ধরে নিয়ে যাওয়ার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এই সমস্যা দ্রুত সমাধান না হলে জেলেরা আর সাগরে মাছ ধরতে যেতে সাহস পাবে না।”
এর আগে গত মাসের ৮ তারিখ বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে কক্সবাজারের টেকনাফে ফেরার পথে গত ৬ দিনে দুটি মাছ ধরার ট্রলারসহ ১১ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। দুই দিনের ব্যবধানে নাফ নদীর মোহনায় নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
এরমধ্যে শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়ার বাসিন্দা নবী হোসেনের মালিকাধীন ট্রলারের জেলেদের নাম-ঠিকানা পাওয়া যায়। শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার বাসিন্দা জাকির হোসেনের মালিকাধীন ট্রলারের জেলেদের নাম-ঠিকানা জানা যায়নি।
নবী হোসেনের মালিকাধীন ট্রলারের জেলেরা হলেন, মোহাম্মদ কাসেম (৩৫), আজিজুর রহমন (২০), মোহাম্মদ ইব্রাহিম (২৫), মো মহিউদ্দিন (৪৬), মো আব্দুল্লাহ (৩০)। তাঁরা সকলেই শাহপরীর দ্বীপের বাসিন্দা বলে জানা গেছে।