টেলিফোন ডিজিটকে হার মানালো ক্রিকেট দলের স্কোর!

- সময় ১২:৪৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- / 60
১১ জন ব্যাটসম্যান মিলে ০ অথবা ১ রান করলেও ২০ ওভারের খেলায় স্কোরবোর্ডে ডাবল ডিজিট হয়। চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়েও এর আগে কোনো দল ডাবল ডিজিটের নিচে অলআউট হয়নি। কিন্তু এমনটা ঘটেছে এবার। পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়েছে একটি দল। মাত্র সাত রানে অলআউট হবার মতো দূর্লভ রেকর্ড ক্রিকেট ইতিহাসে আর একটা নেই। টেলিফোন ডিজিটকেও হার মানিয়েছে দলটির স্কোরবোর্ড।
পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোরের লজ্জার রেকর্ড গড়েছে আইভরি কোস্ট। রোববার (২৪ নভেম্বর) নাইজেরিয়ার বিপক্ষে আইসিসি টি২০ বিশ্বকাপ সাব-রিজিওনাল আফ্রিকা কোয়ালিফায়ার গ্রুপ সি-র ম্যাচে মাত্র ৭ রানে গুটিয়ে যায় তারা। ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল নাইজেরিয়ার লাগোসে।
প্রথমে ব্যাট করে নাইজেরিয়া ৪ উইকেটে ২৭১ রানের বিশাল স্কোর গড়ে। সেলিম সালাউ ৫৩ বলে ১১২ রান (রিটায়ার্ড আউট), সুলায়মান রানসেউ ৫০ রান (২৯ বল) এবং আইজ্যাক ওকপে ২৩ বলে অপরাজিত ৬৫ রানের ইনিংস খেলেন।

এরপর শুরু হয় আইভরি কোস্টের ব্যাটিং ধস। নাইজেরিয়ার বোলারদের দাপটে ৭.৩ ওভারে ৭ রানে অলআউট হয়ে যায় তারা। বাঁহাতি স্পিনার আইজ্যাক ডানলাদি এবং বাঁহাতি পেসার প্রসপার উসেনি তিনটি করে উইকেট নেন। ডানহাতি পেসার পিটার আহো দুটি এবং সিলভেস্টার ওকপে একটি উইকেট শিকার করেন। আইভরি কোস্টের ওপেনার ওয়াতারা মোহাম্মদ সর্বোচ্চ ৬ বলে ৪ রান করেন। দলের বাকি ব্যাটারদের স্কোর ছিল: ৪, ০, ১, ০, ০, ১, ০, ১, ০* এবং ০।
এই ম্যাচে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবার কোনো দল এক অঙ্কের স্কোরে অলআউট হলো। এর আগে সর্বনিম্ন স্কোর ছিল ১০ রান, যা ২০২৩ সালে স্পেনের বিপক্ষে আয়ল অফ ম্যান এবং ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিপক্ষে সিঙ্গাপুরের ম্যাচে দেখা গিয়েছিল।
নাইজেরিয়ার ২৬৪ রানের এই জয় পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তৃতীয় বৃহত্তম জয় হিসেবে রেকর্ড হয়েছে। সর্বোচ্চ জয়ের রেকর্ড রয়েছে জিম্বাবুয়ের, যারা গত মাসে গাম্বিয়াকে ২৯০ রানে হারিয়েছিল। দ্বিতীয় স্থানে আছে নেপাল, যারা ২০২৩ সালের এশিয়ান গেমসে মঙ্গোলিয়াকে ২৭৩ রানে পরাজিত করেছিল।
গ্রুপে এটি নাইজেরিয়ার টানা দ্বিতীয় জয়, আর আইভরি কোস্টের টানা দ্বিতীয় হার। প্রথম ম্যাচে তারা সিয়েরা লিওনের বিপক্ষে মাত্র ২১ রানে অলআউট হয়ে ১৬৮ রানে হেরেছিল। টেবিলের শীর্ষে অবস্থান করছে নাইজেরিয়া, আর তলানিতে রয়েছে আইভরি কোস্ট।
শেয়ার করুন
-
সর্বশেষ
-
সর্বাধিক
Devoloped By: InnoSoln Limited