টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ৭ রোহিঙ্গা গ্রেপ্তার | Bangla Affairs
০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ৩০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ৭ রোহিঙ্গা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ
  • সময় ০৭:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
  • / 16

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ৭ রোহিঙ্গা গ্রেপ্তার

টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন সাগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি ফিশিং বোট ও সাতজন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও র‌্যাব-১৫।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ এপ্রিল রাত ২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ডের শাহপরী আউটপোস্ট ও র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর যৌথ অভিযানে সমুদ্রের ঘোলার চর এলাকার দিকে নজরদারি বাড়ানো হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। এরপর কোস্টগার্ডের অভিযানিক দল প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটিকে আটক করে।

পরে বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতরে বিশেষভাবে লুকানো একটি বস্তায় ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় ২৬ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ফারুক (২০), ওমর ফারুক (২৭), আরাফাত উল্লাহ (২৬), মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬) ও আসাদ উল্লাহ (২২) নামের সাতজনকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ৭ রোহিঙ্গা গ্রেপ্তার

সময় ০৭:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫

টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন সাগর এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ একটি ফিশিং বোট ও সাতজন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও র‌্যাব-১৫।

সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৯ এপ্রিল রাত ২টার দিকে বাংলাদেশ কোস্টগার্ডের শাহপরী আউটপোস্ট ও র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এর যৌথ অভিযানে সমুদ্রের ঘোলার চর এলাকার দিকে নজরদারি বাড়ানো হয়। এ সময় একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হলে তা অমান্য করে দ্রুত পালানোর চেষ্টা করে। এরপর কোস্টগার্ডের অভিযানিক দল প্রায় এক ঘণ্টা ধরে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটিকে আটক করে।

পরে বোটে তল্লাশি চালিয়ে জালের ভেতরে বিশেষভাবে লুকানো একটি বস্তায় ৫০ হাজার ইয়াবা পাওয়া যায়। এ সময় ২৬ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ ফারুক (২০), ওমর ফারুক (২৭), আরাফাত উল্লাহ (২৬), মোহাম্মদ আনিস (২৩), ফয়াজ উল্লাহ (২৭), মোহাম্মদ রফিক (২৬) ও আসাদ উল্লাহ (২২) নামের সাতজনকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।